TRENDING:

Use Of 2 Knives in Nail Clipper: নেলকাটারের মাঝে থাকে ২টি ছুরি! সেগুলির কাজ কী বলুন তো? ৯৯ শতাংশই ডাহা ফেল করবেন

Last Updated:
Use Of 2 Knives in Nail Clipper: নেলকাটার আমাদের প্রতি দিনের জীবনে অত্যন্ত দরকারি একটা ছোট্ট যন্ত্র। এই যন্ত্র দিয়ে নখ কাটা যায়। নখে শান দেওয়া যায়। কিন্তু নেলকাটারের মধ্যে থাকে দুটো ব্লেড! সেগুলির ব্যবহার আমরা অনেকেই জানি না। নখ কাটতেও কাজে আসে না। তবে ওগুলো আছে কেন বলতে পারবেন?
advertisement
1/7
নেলকাটারের মাঝে থাকে ২টি ছুরি! সেগুলির কাজ কী বলুন তো? ৯৯ শতাংশই ডাহা ফেল করবেন
নেলকাটার আমাদের প্রতি দিনের জীবনে অত্যন্ত দরকারি একটা ছোট্ট যন্ত্র। এই যন্ত্র দিয়ে নখ কাটা যায়। নখে শান দেওয়া যায়। কিন্তু নেলকাটারের মধ্যে থাকে দুটো ব্লেড! সেগুলির ব্যবহার আমরা অনেকেই জানি না। নখ কাটতেও কাজে আসে না। তবে ওগুলো আছে কেন বলতে পারবেন?
advertisement
2/7
দাঁত মাজা, স্নান করা এবং নখ কাটা আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কাজ। একইভাবে নখ পরিষ্কার রাখা খুবই জরুরি। কারণ নখের মাধ্যমেই আমাদের মুখের মাধ্যমে জীবাণু সরাসরি পাকস্থলীতে পৌঁছায়। এতে অনেক সমস্যার সৃষ্টি হয়। কখনও কখনও এর থেকে বাসা বাঁধে জটিল রোগ।
advertisement
3/7
আমরা শুধুমাত্র নখ কাটার জন্য নেল কাটার ব্যবহার করি। কিন্তু একটি নেল ক্লিপারে ব্লেডের মতো দুটি ছুরি থাকে। এগুলির ব্যবহার সবাই না জানলেও এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন জানেন? এই ছুরিদুটির বিশেষ ব্যবহার রয়েছে।
advertisement
4/7
নেলকাটার ব্যবহার না করে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকে অনেকের। এতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাস মুখ থেকে আঙুলে কিংবা নখ থেকে আপনার মুখে ছড়িয়ে পড়তে পারে। আপনি যদি সংক্রমণপ্রবণ হন এই বদ অভ্যাস থেকে মুক্তি দিন নিজেকে। নেলকাটার ব্যবহার করুন।
advertisement
5/7
আমরা শুধুমাত্র নখ কাটার জন্য নেল কাটার ব্যবহার করি। কিন্তু একটি নেল ক্লিপারে ব্লেডের মতো দুটি ছুরি থাকে। এগুলির ব্যবহার সবাই না জানলেও এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন জানেন? এই ছুরিদুটির বিশেষ ব্যবহার রয়েছে।
advertisement
6/7
মূলত, নখ পরিষ্কার করতে কাজে লাগে এই ছুরির মুখ। তবে, এটা দেওয়া হয় ছোট ছোট জিনিস সামলানোর জন্যও। শুধু তাই নয়, বোতলের ছিপি খুলতেও ব্যবহার করা যেতে পারে।
advertisement
7/7
নেল কাটারে দুটি ব্লেড যুক্ত করার পর এর উপযোগিতা অনেক বেড়ে যায়। আপনি যেখানেই যান এটি সঙ্গে নিয়ে যেতে পারেন। কারণ এটা খুবই ছোট। বোতলের ঢাকনা কাটা, ড্রিলিং এবং খোলার জন্য ব্যবহার করা যেতে পারে। যখন বাইরে থাকেন তখন পাতিলেবু, কমলা বা অন্য কিছু সহজেই এই ছুরি দিয়ে ছাড়াতে পারেন। এছাড়াও আত্মরক্ষার কাজে ব্যবহার করা যেতে পারে এই ছুরি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Use Of 2 Knives in Nail Clipper: নেলকাটারের মাঝে থাকে ২টি ছুরি! সেগুলির কাজ কী বলুন তো? ৯৯ শতাংশই ডাহা ফেল করবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল