General Knowledge story: প্রতিদিনই তো সঙ্গে থাকে, বলুন দেখি রুমালের ইংরাজি কী?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
General Knowledge story: কাজে হোক বা অকাজে, বাইরে বের হলে সঙ্গে রুমাল থাকা কিন্তু মাস্ট।
advertisement
1/6

ধরা যাক, প্রচন্ড গরমে আপনি নাজেহাল। মেকআপ করেছেন কিন্তু কপালে বিন্দু বিন্দু ঘাম। মুছতে হবে অবিলম্বে, না হলে আপনার এতক্ষণের পরিশ্রমের রূপটান কিন্তু জলাঞ্জলি। আপনার মুশকিল আসান কিন্তু রুমাল।
advertisement
2/6
রুমাল সুতির কাপড়েরও হতে পারে, টাওয়াল রুমালও হতে পারে। কে কোন ধরনের রুমাল ব্য়বহার করবেন সেটা অবশ্য় তাঁর একান্ত নিজস্ব মত।
advertisement
3/6
ছেলেরা টাইয়ের সঙ্গে মানানসই চেক রুমাল পছন্দ করেন। সেক্ষেত্রে বেশিরভাগ রংই হয় নীল। আবার মহিলারা রংবেরংয়ের রুমাল কিনে থাকেন।
advertisement
4/6
রুমালের মধ্য়ে মা ঠাকুমারা বিভিন্ন নকশা করতেন। রান সেলাই, ডাল সেলাই, বখেয়া সেলাই কিংবা সার্টিন সেলাই দিয়ে করা হত বিভিন্ন রংয়ের ডিজাইন।
advertisement
5/6
অফিসে নিয়ে যাওয়ার জন্য় কিংবা কোনও মিটিং থাকলে সেক্ষেত্রে সাদা রুমালই শ্রেয়।
advertisement
6/6
কিন্তু কখনও ভেবে দেখেছেন এই রুমালের ইংরেজি কী? অনেকেই জানেন না, রুমালকে ইংরাজিতে বলা হয় Handkerchief
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
General Knowledge story: প্রতিদিনই তো সঙ্গে থাকে, বলুন দেখি রুমালের ইংরাজি কী?