Garlic Under Pillow: ১ কোয়া রসুনেই ম্যাজিক! এই বড় কারণেই রাতে বালিশের তলে এক কোয়া রসুন রেখে ঘুমোতে বলেন বিশেষজ্ঞরা, জানলে অবাক হবেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Garlic Under Pillow: রসুনে ভিটামিন B6 থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত রসুন খেলে মানসিক চাপ, উদ্বেগ, মানসিক অবসন্নতা, অনিদ্রা ইত্যাদি সমস্যা দূর হয়। ফলে জীবন সুন্দর হয়ে ওঠে।
advertisement
1/6

রসুন শরীরের জন্য খুব ভাল। খাবারে রসুন খেলে শরীরের কাজেও লাগে। মাংস থেকে ভাল রান্না রসুন না হলে জমে না! কিন্তু জানেন কী রসুনের এমন কিছু গুণ আছে যা জানলে অবাক হবেন!
advertisement
2/6
সব সময় যে রসুন খেতেই হবে এমন নয়! রসুন না খেয়েও উপকার পাওয়া যাবে! শুধু মাত্র বালিশের তলায় এক কোয়া রসুন রেখে দেখুন। একেবারে বদলে যাবে জীবন!
advertisement
3/6
খালি পেটে এক কোয়া রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে! খাবার হজম হয়! ডায়াবেটিসেও দারুণ কাজের কাঁচা রসুন! তবে শুধু খেলে উপকার পাওয়া যায়! এমন নয় রসুন সঙ্গে থাকলেও দারুণ কাজের!
advertisement
4/6
রাতে ঘুমোনোর সময় বালিশের তলায় এক কোয়া রসুন রাখুন! এতে সব থেকে প্রথম যা দূর হয় তা হল হতাশা! ডিপ্রেশন কাটাতে দারুণ কাজের। রসুনের গন্ধেই হয় এই কাজ! তবে শুধু এই নয় রয়েছে আরও গুণ!
advertisement
5/6
রাতে বালিশের তলে রসুন রাখলে নেতিবাচক ভাবনা দূর হয়! মন ভাল থাকে! অনিদ্রার সমস্যা একেবারে চলে যাবে! ঘুম আসবে। বাতের ব্যথা দূর হবে! মাত্র সাত দিন রসুন রেখে দেখুন ফল পাবেন হাতে-নাতে!
advertisement
6/6
চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, রসুনে থাকা ভিটামিন এবং পুষ্টিগুণ শরীরের মধ্যে অনেকটা শক্তি জোগায়। যা যৌন সম্পর্ক ভাল রাখতে দারুণ ভাবে কাজ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Garlic Under Pillow: ১ কোয়া রসুনেই ম্যাজিক! এই বড় কারণেই রাতে বালিশের তলে এক কোয়া রসুন রেখে ঘুমোতে বলেন বিশেষজ্ঞরা, জানলে অবাক হবেন