Weight Loss Tips: মেদ গলে গিয়ে পালকের মতো হবে চেহারা, শুধু রসুন খেতে হবে এভাবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Weight Loss Tips: জানেন কি আমাদের চেনা রসুনেই আছে রোগা হওয়ার উপায়। রান্নার স্বাদগন্ধ বৃদ্ধির পাশাপাশি রসুনের ভেষজ গুণও অস্বীকার করা যায় না।
advertisement
1/7

বাড়তি ওজন কমিয়ে রোগা হওয়ার জন্য আমরা কি না করে থাকি। জিমে গিয়ে শরীরচর্চা, ডায়েট কন্ট্রোল থেকে শুরু করে চেষ্টার অন্ত থাকে না।
advertisement
2/7
কিন্তু জানেন কি আমাদের চেনা রসুনেই আছে রোগা হওয়ার উপায়। রান্নার স্বাদগন্ধ বৃদ্ধির পাশাপাশি রসুনের ভেষজ গুণও অস্বীকার করা যায় না। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কারলা।
advertisement
3/7
দিনের শুরুতে খালি পেটে খান কাঁচা রসুন। উষ্ণ জলের সঙ্গে খেলে মেটাবলিজম হার বেড়ে যায়। হজমে সাহায্য করে। দিনের সূত্রপাত হয় স্বাস্থ্যকর।
advertisement
4/7
লঙ্কা দিয়ে রসুনের চাটনি বানিয়ে খেলে স্বাদ ও স্বাস্থ্য বজায় থাকবে দুই-ই। এই চাটনি দিয়ে খান রুটি বা পরোটা। মেটাবলিজমের হার বেড়ে গিয়ে ওজন কমার প্রক্রিয়া সহজ হয়ে আসবে।
advertisement
5/7
রোস্টেড বা তাওয়ায় ঝলসে নেওয়া রসুনকুচি দিন রান্নায়। বজায় থাকবে স্বাদ ও স্বাস্থ্য।
advertisement
6/7
একটু অন্যরকমের স্বাদ চাইলে তৈরি করতে পারেন রসুনের স্মুদি বা লেমন গার্লিক টি-ও।
advertisement
7/7
রসুনের পাশাপাশি রান্নায় দিন এর শাক। শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। শরীর থেকে সহজেই দূষিত জিনিস বেরিয়ে যাবে বাইরে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss Tips: মেদ গলে গিয়ে পালকের মতো হবে চেহারা, শুধু রসুন খেতে হবে এভাবে