Gardening tips for Guava Plant: ম্যাজিক ট্রিক! এটা করলেই টব বা জমির গাছ বারো মাস ভরে থাকবে থোকা থোকা মিষ্টি পেয়ারায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gardening tips for Guava Plant: পেয়ারাগাছ খুব কষ্টসহিষ্ণু। জমি এবং টব দু’ জায়গাতেই এই গাছের ফলন হয়। একটু যত্নেই প্রচুর ফল ধরবে। তবে টবের গাছে বেশি যত্ন নিতে হবে।
advertisement
1/10

ভিটামিন সি-এর জন্য দেশীয় ফলগুলির মধ্যে আমলকির পরই পেয়ারা, বলে থাকেন পুষ্টিবিদরা। বছরভরই পেয়ারা হয় গাছে। যে কোনও সময়ই এই গাছা লাগানো যায়।
advertisement
2/10
পেয়ারাগাছ খুব কষ্টসহিষ্ণু। জমি এবং টব দু’ জায়গাতেই এই গাছের ফলন হয়। একটু যত্নেই প্রচুর ফল ধরবে। তবে টবের গাছে বেশি যত্ন নিতে হবে।
advertisement
3/10
এঁটেল মাটিতে পেয়ারা গাছ হয়। বেলে দোআঁশ মাটিতেও রোপণ করতে পারেন এই গাছ। ১ ভাগ বাগানের মাটি, ১ ভাগ কোকোপিট, ১ ভাগ ভার্মি কম্পোস্ট, ১ ভাগ নিমখোল, ১ ভাগ বালি মিশিয়ে তৈরি করুন এর মাটি।
advertisement
4/10
তৈরি করা মাটির সঙ্গে মেশান ৫ চা চামচ হাড়গুঁড়ো এবং ২ চা চামচ এপসম সল্ট। গাছ যত বড় হবে তাকে বড় টবে বসান। টব পাল্টানোর সময় শিকড় ছেঁটে দিন।
advertisement
5/10
শিকড় ছাঁটলে গাছের ক্ষতি হবে না। নতুন শিকড় বেরিয়ে গাছ তরতাজা হবে। পেয়ারার ফলন বাড়বে। টবের ড্রেনেজ সিস্টেম যেন ভাল হয়।
advertisement
6/10
টবে ভর্তি করে মাটি দেবেন না। উপরে ২ ইঞ্চি জায়গা রাখুন। তাহলে সারমাটি ধুয়ে যাবে না। নিয়মিত জল দিন। গাছের গোড়ায় জল জমতে দেবেন না। গরমে গাথের গোড়ায় শুকনো পাতা বিছিয়ে দিন।
advertisement
7/10
গাছ লাগানোর ২ বছর পর থেকে প্রুনিং বা গাছের ছাঁটাই করুন। শীতে ও বর্ষায় প্রচুর পেয়ারা হয়। তার পর থেকেই প্রুনিং করুন নিয়মিত।
advertisement
8/10
পেয়ারাগাছে ফল ধরানোর টপ সিক্রেট আছে। তা হল, গাছের লম্বা ডালগুলিকে ঝুঁকিয়ে দড়ি দিয়ে বেঁধে দিন গাছের গোড়ার সঙ্গে। বাড়তি পাতা কাটুন। তাহলে বারো মাসই ফল ধরবে।
advertisement
9/10
ফুল আসার পর দিন বাড়তি সার। সবজির খোসা পচানো সার বা সরষের খোল ২৫০ গ্রাম নিয়ে মেশান ১০ লিটার জলে। ১০-১২ ইঞ্চির টবে দিন আধ মগ। ছোট টবে দিন দু’ কাপ।
advertisement
10/10
তরল সার না দিলে মাসে একবার গাছের গোড়ায় দিন ভার্মি কম্পোস্ট, নিম খোল, শিংকুচি এবং হাড়গুঁড়ের মিশ্র সার। মাঝে মাঝে কীটনাশক স্প্রে করুন মিলিবাগ, পিঁপড়ে আটকাতে। দিতে পারেন শ্যাম্পু ভেজানো জলও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening tips for Guava Plant: ম্যাজিক ট্রিক! এটা করলেই টব বা জমির গাছ বারো মাস ভরে থাকবে থোকা থোকা মিষ্টি পেয়ারায়