TRENDING:

Gardening Tips for Aloevera Plant: মাটিতে মেশান এক চিমটে এই জিনিস! বারান্দার টবেই ঝাঁকড়া হয়ে উঠবে অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ

Last Updated:
Gardening Tips for Aloevera Plant:সহজেই বাড়ির ব্যালকনিতে হবে অ্যালোভেরা গাছ। তার জন্য মানুন কিছু সহজ টিপস।
advertisement
1/9
মাটিতে মেশান এক চিমটে এই জিনিস! বারান্দার টবেই ঝাঁকড়া হয়ে উঠবে অ্যালোভেরা গাছ
অ্যালোভেরা বা ঘৃতকুমারী অত্যন্ত উপকারী। চুল এবং ত্বকের যত্নে অ্যালোভেরা জেল কার্যকরী।
advertisement
2/9
সহজেই বাড়ির ব্যালকনিতে হবে অ্যালোভেরা গাছ। তার জন্য মানুন কিছু সহজ টিপস।
advertisement
3/9
অ্যালোভেরা গাছের শিকড় খুব বেশি লম্বা হয় না। বেশি গভীরে যেতে পারে না। তাই এই গাছের জন্য অগভীর পাত্র নিত হবে।
advertisement
4/9
গার্ডেন সয়েল, নিম কেক, ভার্মিকম্পোস্ট, কোকোপিট এবং জৈব সার মিশিয়ে তৈরি করুন মাটি।
advertisement
5/9
দিনভর অন্তত এক ঘণ্টা বা দু’ ঘণ্টা সূর্যালোকে রাখুন অ্যালোভেরা গাছ। গাছের গোড়া শুকনো না হলে ফের জল দেবেন না।
advertisement
6/9
অ্যালোভেরা গাছ নিয়মিত কাটিং করুন। তাহলে গাছ বেড়ে উঠবে ঠিক মতো।
advertisement
7/9
অত্যধিক গরমে এই গাছ ভাল থাকে না। তাই ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় এই গাছ রাখবেন না।
advertisement
8/9
গাছের শিকড় বড় হয়ে গেলে রিপটিং করতে হবে। অর্থা‍ত শিকড় অক্ষত রেখে বসাতে হবে বড় পাত্রে।
advertisement
9/9
শিকড়ের কাছাকাছি অংশ থেকে পাতার জেল সংগ্রহ করতে হবে। তাহলে ভাল গুণমানের জেল মিলবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening Tips for Aloevera Plant: মাটিতে মেশান এক চিমটে এই জিনিস! বারান্দার টবেই ঝাঁকড়া হয়ে উঠবে অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল