Health Tips: আগাছার মতো জঙ্গলে জন্মায়, 'এই' পাতা শতাধিক রোগের যম! মাত্র ৭ দিনেই ঘটবে ম্যাজিক
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Health Tips: রাস্তার ধারে বনে জঙ্গলে জন্মায়, তীব্র গন্ধ যুক্ত অবহেলিত পাতা। তবে এই পাতাতেই রয়েছে একাধিক রোগ থেকে মুক্তির পথ।
advertisement
1/9

*তীব্র গন্ধ যুক্ত অবহেলিত পাতাতেই রোগমুক্তি। গন্ধভাদাল বা গাঁদাল পাতা (Rubiaceae)। এই পাতার বিজ্ঞান সম্মত নাম Paederia foetida inn।শহরাঞ্চলের মানুষের কাছে এই পাতা বেশি পরিচিত না হলেও গ্রামের প্রায় প্রতিটি ঘরে এই পাতা বেশ পরিচিত। এটি একটি লতানো গাছ। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*বনে-জঙ্গলে বা রাস্তার ধারে জন্মানো গন্ধভাদাল বা গাঁদাল। ঔষধি গুন শুনলে চমকে যাবেন। এই পাতায় রয়েছে অস্বস্তিকর দুর্গন্ধ। তবে পেটের সমস্যা দূর করতে এই পাতার জুড়ি মেলা ভার। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*ঔষধি গুণে ভরপুর গাঁদাল পাতা। বিশেষ করে ডায়রিয়া নিরাময়ে এবং বাতের ব্যথার পক্ষে দারুন উপকারী। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*গাঁদাল পাতার রসের সঙ্গে এক কোয়া রসুন মিশিয়ে খেলে দূর হয় আমবাতের সমস্যা। অর্শের সমস্যা দূর করতে ধন্বন্তরি এই পাতা। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*তিন গ্রাম কাঁচা হলুদের সঙ্গে দুই চামচ পাতার রস খেলে দু-একদিনে অর্শের যন্ত্রণা দূর হয়। নিয়মিত খেলে পুরোপুরি অর্শের সমস্যা সমাধান পাওয়া সম্ভব। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*আমাশায় দারুন কার্যকরী গাঁদাল। আমাশয় দু-চার চামচ পাতার রস হালকা গরম করে তার সঙ্গে ১০ ফোঁটা মধু মিশিয়ে খেলে দারুন উপকার পাওয়া যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*গাঁদাল পাতার রসের সঙ্গে অল্প লবণ মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*ইউরিন সমস্যা দূর করতে দুধের সঙ্গে ৫ চামচ পাতার রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। সকালে সামান্য লবণ মিশিয়ে এই পাতা খেলে পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা দূর হয়। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*দাঁতের ব্যথায় থেঁতো করে এই পাতা লাগালে ব্যথা কমে উপকার পাওয়া যায়। কাঁচা পাতার রস ছাড়াও এই পাতা কাঁচা কলা দিয়ে ঝোল, ব্যাসন দিয়ে বড়া করে খাওয়ার চল রয়েছে গ্রাম বাংলায়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: আগাছার মতো জঙ্গলে জন্মায়, 'এই' পাতা শতাধিক রোগের যম! মাত্র ৭ দিনেই ঘটবে ম্যাজিক