Ayurvedic Remedies for Fungal Infection: হাতে পায়ে হাজা সংক্রমণে কষ্ট পান বর্ষাকালে? রইল আয়ুর্বেদিক টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ayurvedic Remedies for Fungal Infection: কিছু আয়ুর্বেদিক টোটকা আছে, যেগুলি মানলে মুক্তি পাওয়া যায় হাজা-র মতো চর্মরোগ থেকে
advertisement
1/7

উপযুক্ত যত্নের অভাবে অনেকের ত্বকে দাদ, হাজা, চুলকানির মতো সমস্যা রয়ে যায়। ঠিকমতো সারতে চায় না এই অসুখ। বর্ষাকাল এলে ত্বকের এই অসুখগুলি মাথাচাড়া দেয়।
advertisement
2/7
বাজারচলতি বেশ কিছু ক্রিম আছে যেগুলি চর্মরোগের উপশম করে। তবে এ ছাড়াও কিছু আয়ুর্বেদিক টোটকা আছে, যেগুলি মানলে মুক্তি পাওয়া যায় হাজা-র মতো চর্মরোগ থেকে। জানাচ্ছেন সৌন্দর্য বিশেষজ্ঞ মেধা সিং।
advertisement
3/7
মূলত হাত ও পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে হাজা চর্মরোগের সংক্রমণ দেখা দেয়। এই অংশগুলি ভাল করে পরিষ্কার না করলে সংক্রমণের আশঙ্কা থাকে।
advertisement
4/7
স্নানের আগে হাত ও পায়ের আঙুলের খাঁজে খাঁজে ভাল করে নারকেল তেল মালিশ করতে হবে।
advertisement
5/7
অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের জন্য জীবাণুর সঙ্গে যুঝতে নিমপাতার জুড়ি নেই। জলে নিমপাতা ফুটিয়ে নিন। তার পর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে হাত ও পায়ের পাতা পরিষ্কার করুন। আঙুলের ফাঁকে ভাল করে মুছে নিন।
advertisement
6/7
কাঁচা হলুদ বেটে লাগিয়ে নিন হাজা সংক্রমণের উপরে। কিছু ক্ষণ পর হাল্কা হাতে ঘষে ধুয়ে ফেলুন গরম জলে।
advertisement
7/7
চন্দনে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য। হাজা সংক্রমণের উপরে চন্দনের প্রলেপ দিন। সংক্রমণের তীব্রতা কমে আরাম পাবেন উপশমে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ayurvedic Remedies for Fungal Infection: হাতে পায়ে হাজা সংক্রমণে কষ্ট পান বর্ষাকালে? রইল আয়ুর্বেদিক টোটকা