TRENDING:

India-China Doklam: ভারতীয় সেনা চোখ চোখ রেখে দেশ আগলায় এই জায়গায়, পুজোর মুখেই খুলছে সেই বিখ্যাত 'স্পট'! কাছেই কিন্তু, যাবেন নাকি?

Last Updated:
India-China Doklam: সিকিম সরকার ইতিমধ্যেই ১৩,৭৮০ ফুট উচ্চতায় অবস্থিত ডোকালামের জন্য নতুন রাস্তা, গাড়ি পার্কিং এবং চিকিৎসা পরিষেবা গড়ে তোলার কাজ শুরু করেছে। লক্ষ্য, দেড় মাসের মধ্যেই কাজ শেষ করে পর্যটকদের জন্য প্রস্তুত করা।
advertisement
1/6
ভারতীয় সেনা চোখ চোখ রেখে দেশ আগলায় এই জায়গায়, পুজোর মুখেই খুলছে সেই বিখ্যাত 'স্পট'
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: একদা ভারত-চীন বিবাদের কেন্দ্রবিন্দু ডোকালাম এখন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। সিকিম প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, পুজোর আগেই এই বিতর্কিত ভূখণ্ডে পর্যটকদের প্রবেশে ছাড়পত্র দেবে। বিদেশ মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পর, দ্রুত পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছে সিকিমের পর্যটন দফতর।
advertisement
2/6
*ডোকালাম, যা ভারত-ভুটান-চিন সীমান্তে অবস্থিত, এখন নতুন পর্যটন গন্তব্য হিসেবে জায়গা করে নিচ্ছে ‘ভারত রণভূমি দর্শন’ পর্যটন প্রকল্পে। সিকিমের পর্যটন সচিব সি সুভাকর রাও জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে পর্যটকদের ছাড়পত্র দেওয়া শুরু হবে।
advertisement
3/6
*ডোকালামে পর্যটন চালুর পেছনে কূটনৈতিক মহল বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছে। তাঁর প্রচেষ্টায়ই চিন এই অঞ্চলকে পর্যটনের জন্য খুলে দিতে সম্মত হয়েছে বলে মনে করছেন কূটনীতিবিদরা।
advertisement
4/6
*ডোকালামের মতো বিতর্কিত ভূখণ্ডে পর্যটন উন্নয়নের উদ্যোগ শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ নয়, বরং ইতিহাস, সামরিক গুরুত্ব এবং কূটনৈতিক সম্পর্কের উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। দার্জিলিংয়ের তাকদা, নাথুলা ও চো লার মতো যুদ্ধক্ষেত্রই আজ পর্যটন কেন্দ্র, এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ডোকালাম।
advertisement
5/6
*সিকিম সরকার ইতিমধ্যেই ১৩,৭৮০ ফুট উচ্চতায় অবস্থিত ডোকালামের জন্য নতুন রাস্তা, গাড়ি পার্কিং এবং চিকিৎসা পরিষেবা গড়ে তোলার কাজ শুরু করেছে। লক্ষ্য, দেড় মাসের মধ্যেই কাজ শেষ করে পর্যটকদের জন্য প্রস্তুত করা।
advertisement
6/6
*ডোকালামের এই নতুন রূপ সিকিম পর্যটনে যুক্ত করছে এক নতুন আকর্ষণ। প্রশাসনের আশা, ‘ডেস্টিনেশন ডোকালাম’ হয়ে উঠবে আগামী দিনের অন্যতম ট্যুরিস্ট হটস্পট।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
India-China Doklam: ভারতীয় সেনা চোখ চোখ রেখে দেশ আগলায় এই জায়গায়, পুজোর মুখেই খুলছে সেই বিখ্যাত 'স্পট'! কাছেই কিন্তু, যাবেন নাকি?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল