Fridge: সিঙ্গল ডোর ফ্রিজের 'ডিপ ফ্রিজারে' কেন জমে যায় বরফ? আসল কারণ কী? ছোট্ট কাজেই সমস্যা গায়েব! জানুন দুর্দান্ত উপায়
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Fridge : ফ্রিজ প্রায় সব বাড়িতেই আছে আজকাল। এই ফ্রিজ নিয়ে অনেককেই একটি সাধারণ সমস্যার সম্মুখীন হতে হয় কী শীত কী গ্রীষ্ম। কারণ দেখা যায় ওয়ান ডোর ফ্রিজের ডিপ ফ্রিজারে প্রায়ই বরফ জমে যায়। এর আসল কারণ কী..? এটি এড়ানোর উপায়ই বা কী? জেনে নিন আজ এই প্রতিবেদনে।
advertisement
1/7

ফ্রিজ প্রায় সব বাড়িতেই আছে আজকাল। এই ফ্রিজ নিয়ে অনেককেই একটি সাধারণ সমস্যার সম্মুখীন হতে হয় কী শীত কী গ্রীষ্ম। কারণ দেখা যায় ওয়ান ডোর ফ্রিজের ডিপ ফ্রিজারে প্রায়ই বরফ জমে যায়। এর আসল কারণ কী..? এটি এড়ানোর উপায়ই বা কী? জেনে নিন আজ এই প্রতিবেদনে।
advertisement
2/7
সাধারণত যদি জল পরিষ্কার করে এমন জলের ফিল্টারটি ভেঙে যায় তবে ফ্রিজে আচমকা অতিরিক্ত বরফ তৈরি হতে শুরু করতে পারে। আপনি ফ্রিজে যা কিছু রাখেন সবই বরফে ঢাকা থাকে। সমাধান হল জলের ফিল্টার প্রতিস্থাপন করা।
advertisement
3/7
যাদের বাড়িতে একটি দরজাবিশিষ্ট্য ফ্রিজ আছে তারা প্রায়ই এই সমস্যার সম্মুখীন হন। দেখা যায় আপনি যতবারই ডিপ ফ্রিজার পরিষ্কার করুন না কেন, ফ্রিজারটি বরফের পাহাড়ের মতো ভরে যাবে। এর কারণ কি..?
advertisement
4/7
সাধারণত ফ্রিজের দরজা বা ফ্রিজ ডোরের গ্যাসকেট নষ্ট হলে এই সমস্যা দেখা দেয়। অর্থাৎ এগুলি প্রভাবিত হওয়ার ফলে ফ্রিজে বাতাস ঢুকে যায় এবং এভাবে সঞ্চালিত হয়। তাই যদি দরজা বা গ্যাসকেট একটু ভেঙে যায় বা সেটি কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে সমাধান একটিই, গাসকেটটি সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে হবে।
advertisement
5/7
অনেক ক্ষেত্রে আবার ইভাপোরেটর কয়েল নষ্ট হলে এই সমস্যা হয়। এই কয়েল ফ্রিজ থেকে অতিরিক্ত জল অপসারণের জন্য দায়ী। এক্ষেত্রে কয়েল নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে এই সমস্যা হয় না।
advertisement
6/7
যদি জল পরিষ্কার করে এমন জলের ফিল্টারটি ভেঙে যায় তবে বরফ তৈরি হতে পারে। আপনি ডিপ ফ্রিজে যা কিছু রাখেন সবই বরফে ঢাকা হয়ে যায় মুহূর্তের মধ্যে। সমাধান হল জলের ফিল্টার প্রতিস্থাপন করা।
advertisement
7/7
তাই আদর্শ সমাধান হল, ফ্রিজ দীর্ঘদিন হয়ে গিয়ে থাকলে বছরে অন্তত একবার মেরামত করা। কারণ তবেই এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। বাড়িতে সপ্তাহে একবার বা মাসে দুইবার ফ্রিজ পরিষ্কার করার অভ্যাস অনুসরণ করা ভাল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fridge: সিঙ্গল ডোর ফ্রিজের 'ডিপ ফ্রিজারে' কেন জমে যায় বরফ? আসল কারণ কী? ছোট্ট কাজেই সমস্যা গায়েব! জানুন দুর্দান্ত উপায়