Food: শসা নয়, দই-বেদানার সঙ্গে দিন এই রসালো সুস্বাদু ফলের টুকরো, এমন রায়তার স্বাদ জীবনে ভুলবেন না নিশ্চিত, রইল রেসিপি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Food: রায়তা তাড়াতাড়ি পরিবেশন করতে হবে। নাহলে স্বাদ পরিবর্তন হয়ে যেতে পারে, তাই বানানোর পরে বেশি দেরী না করাই ভাল পরিবেশনের ক্ষেত্রে।
advertisement
1/6

*এই রায়তা বানাতে লাগবে দই ১ কাপ। ছোট কিউব করে কাটা আনারস আধ কাপ। ডালিম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো।
advertisement
2/6
*চিনি, লবণ, কাটা ধনে পাতা। প্রথমে একটি পাত্রে দই ফেটে নিতে হবে। দইয়ে মশলার গুঁড়ো, চিনি ও লবণ মিশিয়ে নিতে হবে।
advertisement
3/6
*আনারসের মতো রসালো ফল খেতে খুবই সুস্বাদু। এতে প্রচুর ভিটামিন রয়েছে। আনারসের রায়তা বানাতে দই ব্যবহার করা হয়।
advertisement
4/6
*এ বার খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন আনারসের রায়তা চাটনি। এই চাটনি দই দিয়ে তৈরি করা হয়।
advertisement
5/6
*রায়তা তাড়াতাড়ি পরিবেশন করতে হবে। নাহলে স্বাদ পরিবর্তন হয়ে যেতে পারে, তাই বানানোর পরে বেশি দেরী না করাই ভাল পরিবেশনের ক্ষেত্রে। তাহলে আর দেরি কিসের বাড়িতেই বানিয়ে ফেলুন এই রায়তা।
advertisement
6/6
*এরপর তাতে কেটে রাখা আনারস দিয়ে দিতে হবে। কিছু ডালিমের দানা দিলেই তৈরি হয়ে যাবে রায়তা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Food: শসা নয়, দই-বেদানার সঙ্গে দিন এই রসালো সুস্বাদু ফলের টুকরো, এমন রায়তার স্বাদ জীবনে ভুলবেন না নিশ্চিত, রইল রেসিপি