TRENDING:

Food items to be avoided in summer : গরমে সুস্থ থাকতে খাদ্যতালিকায় এই খাবারগুলি এড়িয়ে চলুন

Last Updated:
দেখে নিন, শীতের প্রিয় কোন কোন খাবার এ সময় একদমই খাওয়া যাবে না৷(Food items to be avoided in summer)
advertisement
1/7
গরম পড়তেই ঋতুস্রাব চক্রে গণ্ডগোল? খাদ্যতালিকা থেকে বাদ দিন এই খাবারটি
ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে খাদ্যাভ্যাস পরিবর্তন না করলে অসুস্থতা গ্রাস করে৷ এখন হাজির গরম৷ দেখে নিন, শীতের প্রিয় কোন কোন খাবার এ সময় একদমই খাওয়া যাবে না৷(Food items to be avoided in summer)
advertisement
2/7
শীতে আমরা একাধিকবার গরম চা ও কফি পান করি৷ গরমে এত বার চা ও কফি পান করলে তা শরীরে পক্ষে ক্ষতিকারক৷ অতিরিক্ত চা কফিতে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়৷ পাশাপাশি ঘুমের চক্রও নষ্ট হয়৷
advertisement
3/7
গরমে আমাদের পরিপাক ক্রিয়া দুর্বল হয়ে পড়ে৷ এ সময় বেশি তৈলাক্ত খাবার খাওয়াই উচিত নয়৷ অতিরিক্ত মশলাদার, তৈলাক্ত খাবারে শরীর গরম হয়ে পড়তে পারে৷ গরমে আমাদের হাল্কা খাবার খেতে হবে৷
advertisement
4/7
গরমমশলার প্রচুর ওষধি গুণ আছে৷ কিন্তু গরমে এটা খাওয়ার পরিমাণ কমিয়ে ফেলতে হবে৷ গরমে রান্নায় এই মশলা বেশি দিলে হট ফ্লাশের সমস্যা দেখা দিতে পারে৷ মহিলাদের ঋতুস্রাবচক্রের ওলটপালট হয়ে যেতে পারে৷
advertisement
5/7
শীতকালে আমরা রান্নায় আদা দিই৷ খাওয়া হয় আদা চা-ও৷ কিন্তু আদা গ্রীষ্মকালের পক্ষে উপযুক্ত নয়৷ তাই রান্নায় আদার পরিমাণ কমিয়ে দিন৷
advertisement
6/7
গরমে বেশি আদা খেলে মাউথআলসার, ব্রণ-সহ অন্য সমস্যা দেখা দিতে পারে৷ তাছাড়া গরমে বেশি আদা খেলে হৃদস্পন্দনও বেড়ে যেতে পারে৷
advertisement
7/7
গরমে বেশি রসুন খাওয়াও ক্ষতিকারক৷ কারণ এর ফলে পেটের গণ্ডগোল দেখা দিতে পারে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Food items to be avoided in summer : গরমে সুস্থ থাকতে খাদ্যতালিকায় এই খাবারগুলি এড়িয়ে চলুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল