advertisement
1/5

ক্রেডিট কার্ড, মধ্যবিত্তদের দৈনন্দিন জীবনে আশীর্বাদ ৷ যখন যেখানে দরকার টুক করে বার করে কাজ সেরে নিলেন ৷ কিন্তু এই ক্রেডিটকার্ড সঠিকভাবে ব্যবহার না করলে জানেন আপনি ফকির হয়ে যেতে পারেন ৷ না বাড়িয়ে বলা হচ্ছে না এটা একেবারে খাঁটি কথা ৷ তাই যখনই আপনার এই অতি প্রয়োজনীয় জিনিসটা ব্যবহার করবেন তখন কিছু সাবধানতা অবলম্বন করুন ৷ Representive Image
advertisement
2/5
কার্ডের সব তথ্য একান্তই ব্যক্তিগত ৷ কখনই কারোর সঙ্গে তা শেয়ার করবেনা না ৷ এমনকি নিকট আত্মীয় থেকে বন্ধু কারোর সঙ্গেই না ৷ নিজের কার্ডের নম্বর, সিভিভি, পিন কেউ যেন না জানতে পারে ৷ কোনও কোম্পানি ব্যাঙ্ক কেউ ফোন করে চাইলেও এই তথ্য দেবেন না এবং সঙ্গে সঙ্গে পুলিশে রিপোর্ট করুন ৷ Representive Image
advertisement
3/5
শেয়ার হয় এমন নেটওয়ার্কে আপনার কার্ড ব্যবহার করবেন না ৷ যেমন কোনও সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন ট্রানজাকশন করবেন না ৷ কারণ এদের সব লাইন শেয়ারড হয়৷ ফলে কোনও একটিতে ভাইরাস অ্যাটাক হোক বা হ্যাক হোক আপনার গুরুত্বৃপূর্ণ তথ্য কিন্তু যেকোনও মুহূর্তে ফাঁস হয়ে যেতে পারে ৷ Representive Image
advertisement
4/5
ওয়াইফাই ব্যবহার করেও কখনও ডিজিটাল ট্রানজাকশন করবেন না ৷ কারণ ওয়াইফাই নেটওয়ার্কেও সিকিউরিটি লেভেল খুব নিম্নমানের হয় ৷ তাই সেখান থেকে আপনার মূল্যবান ডেটা হ্যাক করে নেওয়ার জন্য ওঁত পেতে বসে থাকেন হ্যাকাররা ৷ Representive Image
advertisement
5/5
যখন আপনি ক্রেডিট কার্ড নিচ্ছেন তখন আপনি কোম্পানির থেকে জেনে নিন তাঁরা কী কী বিশেষ সুরক্ষা বলয় দিচ্ছে ৷ কারণ এখন যে পরিমাণ কার্ড ফ্রড বাড়ছে তাতে বিভিন্ন কোম্পানিও নিজেদের মতো করে কার্ডগুলিকে সুরক্ষিত করছে ৷ কোথাও থাকে "In-hand security" আবার খোথাও থাকে "Zero-fraud liability cover" ৷ তাই কার্ড নেওয়ার আগে এসব সুবিধা পাচ্ছেন কিনা জেনে নিন ৷ Representive Image