TRENDING:

এই পাঁচটি টিপস মেনে চললে আপনার টাকা-র বৃদ্ধি আটকায় সাধ্য কার

Last Updated:
advertisement
1/5
এই পাঁচটি টিপস মেনে চললে আপনার টাকা-র বৃদ্ধি আটকায় সাধ্য কার
বাড়ি বা অফিস যেকোনও জায়গাতেই পুরনো জিনিস জমিয়ে রাখার প্রবণতাটা ছাড়ুন ৷ যে জিনিসটা প্রয়োজন নেই তা ফেলে দিন ৷ এতে শুধু আপনার ঘর বা অফিস পরিচ্ছন থাকবে তাই নয় ৷ পরিষ্কার ঘরে অর্থের আগমন অধিক হয় ৷ Photo Source: Collected
advertisement
2/5
ঘরে টাকা পয়সার আগমন বাড়াতে একটা ছোট ফোয়ারার মতো কিছু রাখুন ৷ ভাববেন ফোয়ারা শুধু বড়লোকরাই বাড়িতে রাখতে পারেন ৷ বিভিন্ন রকমের ঘর সাজানোর ছোটখাটো ফোয়ারা হয় ৷ আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে ঘরে ঝরনা বা নদির ছবি রাখুন ৷ এই বহমানতার ছবি আপনার ঘরে ঠিক একইভাবে অর্থের বহমানতাও বাড়িয়ে তুলবে ৷ Photo Source: Collected
advertisement
3/5
কোনও সুন্দর জায়গা যেতে যেমন আপনার ভালো লাগে, ঠিক তেমনটাই টাকার ক্ষেত্রেও ৷ আর তাই ঘরের দরজাটা যদি সুন্দর হয় তাহলে টাকার আগমনও বাড়ে ৷ Photo Source: Collected
advertisement
4/5
পরিষ্কার রান্নাঘর এনার্জি ফ্লো বাড়িয়ে তোলে ৷ রান্নাঘর তাই নিয়মিত পরিষ্কার রাখুন ৷ রান্নাঘরের মাটি , তাক পরিষ্কার রাখার পাশাপাশি রান্নার স্টোভও পরষ্কিার রাখন ৷ অর্থকে এই ভাবে আকর্ষণ করা সম্ভব ৷ Photo Source: Collected
advertisement
5/5
অর্থের আগমনে ক্রিস্টাল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ ফেং শুই শাস্ত্র অনুযায়ি আপনার ধারণের পাথর সেই কাজ করতে পারে ৷ আর আপনার যদি কোনও ধারণের পাথর না থাকে তাহলে ঘর সাজানোর উপকরণ হিসেবে ক্রিস্টালকে ব্যবহার করতে পারেন ৷ এটা ঘরের মধ্যে পজিটিভ এনার্জি ফ্লো বা়ড়িয়ে দেয় ৷ Photo Source: Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এই পাঁচটি টিপস মেনে চললে আপনার টাকা-র বৃদ্ধি আটকায় সাধ্য কার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল