Mouth ulcer remedies: মুখের ঘা সারছে না? ঘরেই থাকে পাঁচটি মোক্ষম ওষুধ, ফল মিলবে হাতেনাতে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তবে ঘরোয়া কিছু উপায়ে মুখের এই ঘা সারানো যায়৷
advertisement
1/7

গরম পড়লেই মুখের ভিতরে ঘায়ের সমস্যা দেখা দেয় অনেকের৷ গাল অথবা ঠোঁটের ভিতরে আবার কখনও জিভে হয় এই ধরনের ঘা৷ একটু মশলাদার, গরম কোনও খাবার খেলেই যে কারণে মুখের ভিতরে জ্বালা করে৷
advertisement
2/7
তবে ঘরোয়া কিছু উপায়ে মুখের এই ঘা সারানো যায়৷ এক কাপ গরম জলে এক চামচ অ্যাপেল সেডার ভিনিগার মিশিয়ে দিনে দু বার করে কুলকুচি করলে মুখের ঘা কমে৷
advertisement
3/7
ব্যাক্টেরিয়া মারার ক্ষেত্রে খুবই কার্যকর লবঙ্গ৷ মুখের ভিতরে লবঙ্গ রেখে দিলেও মুখের ঘা কমে অথবা প্রতিরোধ করা যায়৷
advertisement
4/7
মুখের ঘা কমাতে মধুও খুবই কার্যকরী৷ কারণ মধুও ব্যাক্টরিয়া মারতে পারে৷ মুখে যেখানে ঘা হয়েছে সেখানে একটু তুলো দিয়ে মধু লাগিয়ে দিলে ভাল ফল পাওয়া যায়৷
advertisement
5/7
অ্যালো ভেরায় প্রচুর পরিমাণে অ্যান্টি সেপ্টিক উপকরণ থাকে৷ তাই প্রাকৃতিক ভাবে পাওয়া অ্যালো ভেরা নির্যাস লাগালে মুখের ঘা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে৷
advertisement
6/7
সামান্য জলে হাফ চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন৷ এর পর ওই পেস্ট মুখের ঘায়ে লাগিয়ে দিন৷ মিনিট দুয়েক বাদে ওই জায়গাটি জল দিয়ে ধুয়ে ফেলুন৷
advertisement
7/7
মুখের ভিতরে ঘায়ের উপরে অল্প করে বিশুদ্ধ ঘি আঙুল দিয়ে লাগিয়ে নিন৷ খানিক্ষণ পর জল দিয়ে তা ধুয়ে ফেলুন৷ কয়েকদিনের মধ্যেই সুফল বুঝতে পারবেন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mouth ulcer remedies: মুখের ঘা সারছে না? ঘরেই থাকে পাঁচটি মোক্ষম ওষুধ, ফল মিলবে হাতেনাতে