টন টন ইলিশ...? দিঘায় এবার ধরা পড়ল ইলিশের 'বাবা'! লাখ লাখ টাকায় বিক্রি হল এই বিশেষ মাছ, 'রেট' শুনলেই চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Fish :ইলিশ তো ইতিমধ্যেই হাসি ফুটিয়েছে, কিন্তু দিঘায় এবার আরও বড় খবর! মাছ ধরার মরশুমের শুরুতেই বিরাট লক্ষ্মীলাভ! রূপালী শস্যকে দামের রেটে একডজন গোল দিয়ে দিল লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ। আর তাতেই আনন্দ আর ধরে না দিঘার মৎস্যজীবীদের।
advertisement
1/11

ইলিশ তো ইতিমধ্যেই হাসি ফুটিয়েছে, কিন্তু দিঘায় এবার আরও বড় খবর! মাছ ধরার মরশুমের শুরুতেই বিরাট লক্ষ্মীলাভ! রূপালী শস্যকে দামের রেটে একডজন গোল দিয়ে দিল লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ। আর তাতেই আনন্দ আর ধরে না দিঘার মৎস্যজীবীদের।
advertisement
2/11
মাত্র তিন দিন হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার, নৌকো, ভুটভুটি। এবার মাছ ধরার মরশুম শুরু হওয়ার প্রথম থেকেই ইলিশের খোঁজ পেয়েছে মৎস্যজীবীরা। এবার ইলিশের পাশাপাশি উঠল বিরল প্রজাতির মাছ। Representative Image
advertisement
3/11
দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে তাই উৎসবের মেজাজ। লক্ষ লক্ষ টাকার ভোলা মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয় বুধবার। বিরল প্রজাতির এই বিশেষ ভোলা মাছের দাম লক্ষ লক্ষ টাকার বেশি। Representative Image
advertisement
4/11
পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্যনিলাম কেন্দ্র। চলতি বছর সবে শুরু হয়েছে মাছ ধরার মরশুম। আর মাছ ধরার শুরু হওয়ার প্রথম দিন থেকেই সমুদ্রে মাছ শিকারের অনুকূল পরিবেশ। Representative Image
advertisement
5/11
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের ধীরে ধীরে যোগান বাড়ছে। আর তাতেই মুখে হাসি ফুটেছে মৎস্যজীবীদের।
advertisement
6/11
প্রথম দিন থেকেই অন্যান্য সামুদ্রিক মাছের পাশাপাশি ইলিশের দেখা মিলেছে। ১৮ জুন বুধবার দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে ওঠে টন টন ইলিশ মাছ। ইলিশের পাশাপাশি এদিন ২৯টি তেলিয়া ভোলা মাছ নিলামে ওঠে। বিক্রি হল লক্ষ লক্ষ টাকায়। Representative Image
advertisement
7/11
এম কে বি আড়তে মাছগুলি নিলামে তোলা হয়। দর হাঁকাহাঁকির পর একটি সংস্থা মাছটির সর্বোচ্চ দাম ঘোষণা হয় প্রতি কেজি ১৭০০ টাকা। ২৯ টি মাছের মোট ওজন হয় ৪৫৬ কেজি। বিক্রি হয় মোট প্রায় ৮ লক্ষ টাকায়। Representative Image
advertisement
8/11
এই মাছগুলি আসলে পূর্ব মেদিনীপুর জেলার ট্রলার মালিক মিহির কুমার ভূঁইয়ার। কারণ তাঁরই ট্রলারে ধরা পড়ে এই মাছটি। তেলিয়া ভোলার পটকা ঔষধিগুণ সম্পন্ন। দামি ওষুধ তৈরিতে ব্যাপক চাহিদা রয়েছে। এই মাছ মূলত বিদেশেই পাঠানো হয়ে থাকে। তবে এক্ষেত্রে ওজন কম হওয়ায় দাম কিছুটা কম হয়েছে। Representative Image
advertisement
9/11
দিঘা-ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শ্যামসুন্দর দাস বলেন, ' সাধারণত এই ধরনের মাছগুলি মরশুমের শেষে দেখা যায়। কিন্তু চলতি বছর মরশুমের শুরু থেকেই তেলিয়া ভোলা পাওয়া যাচ্ছে। Representative Image
advertisement
10/11
এদিনের এই মাছগুলি সাইজে তুলনামূলক ভাবে খুবই ছোট। সেই অনুযায়ী দাম পেয়েছে। মরশুমের প্রথম দিকে ইলিশ-সহ এই ধরনের দামি ঔষধীগুণ সম্পন্ন বিরাট লাভজনক মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা। চলতি মরশুমে আশা করা যায় দিঘা মোহনাতে রেকর্ড পরিমাণ মাছ উঠবে।' Representative Image
advertisement
11/11
গভীর জলের এই মাছ, সচরাচর দেখা যায় না। কালেভদ্রে দু'য়েকটা যার জালে জড়ায় তারই যেন লটারিপ্রাপ্তি ঘটে। জেলারই এই ট্রলার মালিক মাছগুলি পাওয়ায় লক্ষ্মীলাভ হল জেলারও। তাই উৎসবের হাওয়া পূর্ব মেদিনীপুর জুড়েই। Representative Image সৈকত শী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
টন টন ইলিশ...? দিঘায় এবার ধরা পড়ল ইলিশের 'বাবা'! লাখ লাখ টাকায় বিক্রি হল এই বিশেষ মাছ, 'রেট' শুনলেই চমকে যাবেন!