বাবার সঙ্গে আর তেমন কথাই হয় না? দূরত্ব বেড়েছে অনেকটাই? এই টিপসেই রয়েছে সমাধান
- Published by:Raima Chakraborty
Last Updated:
আপনার জীবনেও যদি এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকে, ঘাবড়াবেন না। কয়েকটি টিপস কাজে লাগিয়ে ফের বাবা ও ছেলের সম্পর্ককে আগের মতো মজবুত ও আদুরে করে তুলুন।
advertisement
1/8

সময়ের সঙ্গে সঙ্গে বড় হওয়া সন্তানদের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক অনেকটাই আলগা হয়ে যায়। সকলের ক্ষেত্রে একরকম না হলেও, অনেকের কাছেই এমনটা শোনা যায়। বিশেষ করে ছেলেরা বড় হওয়ার পর বাবার সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়ে যায়।
advertisement
2/8
মায়ের সঙ্গে সেই দূরত্ব না এলেও, বিশেষ ক্ষেত্রে বাবা ও ছেলেদের সম্পর্ক আলগা হয়। তবে তার মানে কখনওই এমন নয় যে, একে অপরের প্রতি তাঁদের ভালবাসা, শ্রদ্ধায় ছেদ পড়ে। আপনার জীবনেও যদি এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকে, ঘাবড়াবেন না।
advertisement
3/8
কয়েকটি টিপস কাজে লাগিয়ে ফের বাবা ও ছেলের সম্পর্ককে আগের মতো মজবুত ও আদুরে করে তুলুন।
advertisement
4/8
একই রকম পছন্দের জিনিস খুঁজে বের করুন। রাজনীতি থেকে খেলাধুলো, বাবার পছন্দের জিনিস নিয়ে আলোচনা করুন। এ নিয়ে নিয়মিত আলোচনা বাবার কাছে যেতে আপনাকে সাহায্য করবে।
advertisement
5/8
জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বাবার সঙ্গে আলোচনা করুন। আপনার মত আলাদা হলেও একবার বাবার সঙ্গে কথা বলে নিন। সিদ্ধান্ত নিজের মতো করেই নিন, কিন্তু পরামর্শ নিতে ভুলবেন না। অনেক সময় অভিজ্ঞতার দাম আলাদা হয়।
advertisement
6/8
একে অপরের সঙ্গে সময় কাটানো খুবই জরুরি। নিজের জীবনের ব্যস্ত সময় থেকে কিছু সময় বাবাকে দিন। গল্প করুন, হাসুন, হাসান। পুরনো কথা শুনতে চান।
advertisement
7/8
বাবার প্রিয় কাজগুলি করতে উৎসাহ দিন। সিনেমা দেখা, হাঁটতে যাওয়া, বই পড়া, গান শোনা এমন ধরনের কাজের যা তিনি ভালবাসেন তা করার জন্য উৎসাহ দিন। পারলে সময়ও দিন।
advertisement
8/8
কোনও রকম অমত হলে শান্ত মাথায় বাবার সঙ্গে কথা বলুন। অশান্তি মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বাবার সঙ্গে আর তেমন কথাই হয় না? দূরত্ব বেড়েছে অনেকটাই? এই টিপসেই রয়েছে সমাধান