Fashion Tips: মাটির লকেট থেকে কাপড়ের চুড়ি! সারা বছর মহিলাদের আলমারি ভর্তি এই সব গয়নায়! দেখলেই কিনতে ইচ্ছে করবে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সামান্য খরচ করেই মনের মত গয়না এন্ড জাঙ্ক জুয়েলারি। সোনা রূপো বা ইমিটেশনের গয়না নয়, বর্তমান সময়ে বাংলার রমণীদের গলার হার, কানের, চুরি এবং পোশাকের সঙ্গে ব্যাচ ব্যবহার বেড়েছে।
advertisement
1/6

এই গয়নাতেই বাজার মাত! পুজো থেকে বিবাহ অনুষ্ঠানে রমরমা এই গয়নার।
advertisement
2/6
সোনা রূপো বা ইমিটেশনের গয়না নয়, বর্তমানে সময়ে বাংলার রমণীদের গলার হার, কানের, চুরি এবং পোশাকের সঙ্গে ব্যাচ ব্যবহার বেড়েছে।
advertisement
3/6
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। প্রায় প্রতিটি উৎসব কেন্দ্রিক চাহিদা অনুযায়ী গয়না বাজার জুড়ে বেচা কেনা চলছে।
advertisement
4/6
যেমন দেখতে আকর্ষণীয়, আবার সহজেই পোশাকের সঙ্গে ম্যাচিং পাওয়া যায়। আবার হাতে অল্প সময় থাকলে অর্ডার দিয়ে তৈরি করে নেওয়া যায়।
advertisement
5/6
সাধারন মহিলা ও গৃহবধূদের হাতে তৈরি হচ্ছে এই সমস্ত গয়না। অল্প সময়ের প্রশিক্ষণে তৈরি করা যায়। দারুন চাহিদা রয়েছে এই গয়নার। এই গয়না তৈরি করে বহু মহিলা স্বনির্ভর হচ্ছে।
advertisement
6/6
কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনে নেওয়া। এর সঙ্গে রঙ তুলি কাপড় উল সুতো মাটি এবং কাঠের টুকরো দিয়ে তৈরি হচ্ছে। এই সমস্ত আর্ট অ্যান্ড জাঙ্ক জুয়েলারি। যার দাম খুব অল্প মাত্র ১০ টাকা থেকেই পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fashion Tips: মাটির লকেট থেকে কাপড়ের চুড়ি! সারা বছর মহিলাদের আলমারি ভর্তি এই সব গয়নায়! দেখলেই কিনতে ইচ্ছে করবে