ব্রায়েরও রয়েছে Expiry Date ! দেখে নিন কবে বদলাবেন অন্তর্বাস....
Last Updated:
ঠিকঠাক অন্তর্বাস পরছেন ? জানেন কী সঠিক অন্তর্বাস বা ব্রা না পরলে মেয়েদের অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে ৷
advertisement
1/4

ঠিকঠাক অন্তর্বাস পরছেন ? জানেন কী সঠিক অন্তর্বাস বা ব্রা না পরলে মেয়েদের অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে ৷ সাধারণত অন্তর্বাসের ক্ষেত্রে ২-তিনটি ব্রা রেখে দেওয়া হয় ৷ যা প্রায় গোটা বছর বদলে বদলে পরে কাটিয়ে দেন অনেকেই ৷ বেশিরভাগ মেয়েরাই ব্রা বা অন্তর্বাস চিঁড়ে গেলে তবেই সেটি বদলান ৷ কিন্তু জানেন কী বিশেষজ্ঞরা বলছেন একটি নির্দিষ্ট সময়ের পর ব্রা বদলে ফেলা উচিৎ ৷ কারণ অন্য জিনিসের মতো ব্রায়েরও রয়েছে Expiry Date ৷
advertisement
2/4
মহিলাদের স্তনের উপর বিশেষ নজর দেওয়া উচিৎ ৷ বহুদিন একই ব্রা পরলে তার প্রভাব স্তনের আকারের উপর পড়তে পারে ৷
advertisement
3/4
সম্প্রতি Huffington Post এর luxury lingerie company Journelle এর CEO Lyn Lewis জানিয়েছেন বাতি জিনিসের মতো ব্রায়েরও Expiry Date রয়েছে ৷ বাকি জামা কাপড় যখন খারাপ হয়ে যায় তখন সেগুলি যেমন বদলে ফেলে দেওয়া হয় ৷ একই ভাবে ঠিক সময় বদলে নিন ব্রা ৷
advertisement
4/4
ব্রায়ের স্ট্র্যাপের ডিলে হয়ে গেলে বুঝতে হবে যে সময় এসে গিয়েছে ব্রা বদলানোর ৷ Lewis জানিয়েছেন, ব্রা কেনার সময় দেখে নিন যে স্ট্র্যাপ এতটাই টাইট রাখবেন যে সবচেয়ে লুজ হুকে লাগালেও আপনার ফিট হয়ে যাবে ৷ তাহলে সময়ের সঙ্গে ব্রা স্ট্রেচ হয়ে গেলে আপনার দরকার অনুযায়ী টাইট করে নিন ৷