TRENDING:

Diwali For Men: পৌরুষে মিশুক ফ্যাশনের আলো, সবার মধ্যে নজর কাড়ুক দীপাবলির সাজ!

Last Updated:
Diwali For Men: ঘর-বাড়ি সাজানো, আড্ডার প্ল্যান, দীপাবলির হুল্লোড়ের মাঝেই উৎসবের দিনে মানানসই পোশাকের প্ল্যানিংও হয়ে থাকে।
advertisement
1/11
পৌরুষে মিশুক ফ্যাশনের আলো, সবার মধ্যে নজর কাড়ুক দীপাবলির সাজ!
আর ক'দিন পরই দীপাবলি। দুর্গাপুজোর মতোই ৩-৪ ধরে দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসবও পালন করে থাকে বহু মানুষ। ঘর-বাড়ি সাজানো, আড্ডার প্ল্যান, দীপাবলির হুল্লোড়ের মাঝেই উৎসবের দিনে মানানসই পোশাকের প্ল্যানিংও হয়ে থাকে। সাধারণত ট্র্যাডিশনাল আউটফিট পরারই চেষ্টা করে সকলে। তবুও কীসের সঙ্গে কী ম্যাচ করে পরা যাবে, সেই নিয়ে দ্বন্দ্বে থাকেন অনেকে, বিশেষ করে পুরুষরা। তাঁদের জন্যই রইল টিপস-
advertisement
2/11
১. ধুতি-পাঞ্জাবি বাঙালিদের ঐতিহ্যাবাহী পোশাক মানেই ধুতি-পাঞ্জাবি। আজকাল বড় পাঞ্জাবির বদলে অনেকে কুর্তা পরে থাকে। সে যাই পরুন না কেন, মানানসই রঙের ধুতি, পাঞ্জাবি পরলেই যথেষ্ট। এক্ষেত্রে খুব বেশি দ্বিধা থাকলে খুব সাধারণ প্রিন্টেড পাঞ্জাবি বা কুর্তা বেছে নেওয়া যায়, সঙ্গে এক রঙা ধুতি। পায়ে কোলাপুরি বা জুতি। ট্যান ব্রাউন, ব্রাউন বা একদম কালো রঙের কোলাপুরি পরলেও ভালো দেখাবে।
advertisement
3/11
২. নেহরু জ্যাকেট যে কোনও কুর্তার সঙ্গে এক রঙা নেহরু জ্যাকেট লুকটাই পাল্টে ফেলে। কিন্তু এই নেহরু জ্যাকেট একপ্রকার একঘেয়ে হয়ে গিয়েছে। ফলে এই লুকে একটু ট্যুইস্ট দিতে নেহরু জ্যাকেটকেই অ্যাসেমেট্রিক্যালভাবে তৈরি করেছে ডিজাইনাররা। যা যে কোনও এক রঙা কুর্তার সঙ্গে পরলে বেশ ভালো লাগবে। কুর্তার নিচে ধুতি, পাজামা যে কোনও একটা পরলেই ভালো লাগবে।
advertisement
4/11
৩. প্রিন্টেড কুর্তা ও জ্যাকেট কম্বো বিকেলের দিকে কোথাও যাওয়ার থাকলে, একটু হেভি সাজার হলে প্রিন্টেড কুর্তার সঙ্গে জ্যাকেট পরা যেতে পারে। প্রিন্টেড কুর্তার সঙ্গে অবশ্যই এক রঙা জ্যাকেট বাছাই করতে হবে, সঙ্গে নিচে এক রঙা সাদা বা কালো প্যান্ট। পায়ে চপ্পল বা কোলাপুরি পরা যেতে পারে।
advertisement
5/11
৪. প্রিন্টেড শর্ট কুর্তা ট্র্যাডিশনাল লুক দেওয়ার জন্য সবসময় যে পাঞ্জাবি, পাজামা পরতে হবে বা লং কুর্তা পরতে হবে, তার কোনও ব্যাপার নেই। শর্ট কুর্তাতেও ট্র্যাডিশনাল লুক আনা সম্ভব। কোনও ডিপ রঙের চিনোজের সঙ্গে এবং জুতোর সঙ্গে একটা হালকা রঙের বা নিউড শেডের প্রিন্টেড কুর্তা পরলেই হবে। হাতে এর সঙ্গে ব্রেসলেট পরা যেতে পারে। কেউ চাইলে ধুতিও পরতে পারে। পায়ে অবশ্যই এক্ষেত্রে থাকতে হলে কোলাপুরি।
advertisement
6/11
৫. চিকনকারি কুর্তা একঘেয়ে কুর্তা পরতে পরতে বিরক্ত হয়ে গেলে চিকনকারি কুর্তা ট্রাই করা যেতে পারে। যে কোনও বেসিক কালারের চিকন কুর্তার সঙ্গে লুজ ফিট বটম দিয়ে পেয়ার করা যেতে পারে। এক দিকে দেখতেও যেমন ভালো লাগবে, আরাম হবে পরেও।
advertisement
7/11
৬. অ্যাসেমেট্রিক কুর্তা বর্তমানে ট্রেন্ডে রয়েছে অ্যাসেমেট্রিক কুর্তা। ডার্ক কালার, সলিড কালারের এরকম কুর্তা সঙ্গে হালকা রঙের নিচে কিছু পরলে বেশ ভালো লাগবে, উল্টোটাও খারাপ লাগবে না। কোলাপুরি, চপ্পলের সঙ্গে পেয়ার করা যেতে পারে।
advertisement
8/11
৭. প্রিন্টেড শার্ট কুর্তা পরা পছন্দ নয়? কুর্তা ছাড়াও উৎসবে নিজের লুক ক্রিয়েট করা যেতে পারে। যে কোনও রঙের প্রিন্টেড শার্ট পরে নেওয়া যায়। যা শর্ট কুর্তার মতোই লুক দেবে। সঙ্গে এক রঙা প্যান্ট।
advertisement
9/11
৮. অ্যাকসেসরিজ খুব সাধারণ জামা কাপড়েও অন্যরকম লুক দেওয়া যায়। জ্যাকেটের ক্ষেত্রে সিল্ক পকেট স্কোয়্যারের ব্যবহার করা যেতে পারে।
advertisement
10/11
৯. ঘড়ি ও ব্রেসলেট সুন্দর জামা পরে হাত খালি থাকলে ভালো লাগে না। তাই হাতে ঘড়ি ও ব্রেসলেট পরা যেতে পারে। যে কোনও একটাই এক হাতে ভালো লাগে। ২টো একসঙ্গে ভালো না-ও লাগতে পারে। রিস্টের আকার অনুযায়ী ঘড়ির ডায়াল সিলেক্ট করতে হবে।
advertisement
11/11
১০. ডেনিম, স্লিপ অন এবং সানগ্লাস যে কোনও ফিউশন প্রিন্ট শর্ট কুর্তার সঙ্গে একটা সাধারণ ডেনিম, স্লিপ অন পরা যেতে পারে। এর সঙ্গে সানগ্লাসও পরা যেতে পারে। হাতে ব্রেসলেট এর সঙ্গে মন্দ লাগবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diwali For Men: পৌরুষে মিশুক ফ্যাশনের আলো, সবার মধ্যে নজর কাড়ুক দীপাবলির সাজ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল