রং ফেটে পড়বে...! রাতে ঘুমোনোর আগে মুখে লাগান দুই অসাধারণ প্রাকৃতিক 'জিনিস', ৩ দিনে দেখুন তফাৎ, চমকে যাবে আয়না!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Face: আয়নায় নিজেকে সর্বাঙ্গসুন্দর দেখতে কে না চায়? কিন্তু চাইলেই তো আর হাতের চাঁদ নয় সুন্দর মুখ। চারপাশের ধোয়া, ধুলো আর দূষণের ঠেলায় ত্বকের বারোটা বাজে বাইরে বেরোলেই। মুখে ক্রমশ বাড়তে থাকে ট্যান আর পিগমেন্টেশনের পোঁচ। তখন?
advertisement
1/11

আয়নায় নিজেকে সর্বাঙ্গসুন্দর দেখতে কে না চায়? কিন্তু চাইলেই তো আর হাতের চাঁদ নয় সুন্দর মুখ। চারপাশের ধোয়া, ধুলো আর দূষণের ঠেলায় ত্বকের বারোটা বাজে বাইরে বেরোলেই। মুখে ক্রমশ বাড়তে থাকে ট্যান আর পিগমেন্টেশনের পোঁচ। তখন?
advertisement
2/11
তখনই নিশ্চই আপনিও ছোটেন বিউটি পার্লার বা থেরাপিস্টের দরজায়? কিন্তু তাতে মুহূর্তের রুপটান কিছুটা সুন্দর করলেই দু'দিনেই আবার ব্রণ, ফুসকুঁড়িতে ভরে যায় মুখ। অমাবস্যা নেমে আসে সেই মুখে।
advertisement
3/11
কেউ ছোটেন দামী প্রসাধনীর পিছনে। কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে কেনা সেই সব প্রোডাক্টও ফেল করে যায় দূষণ ও বর্ষার আদ্রতার অত্যাচারে। কিন্তু জানেন কী প্রাচীন কাল থেকে এই আয়ুর্বেদে আছে এমনই কিছু টোটকা যা এখনও ম্যাজিকের মতো কাজ করে মুখের হারানো ঔজ্জ্বল্য ফেরাতে!
advertisement
4/11
ব্রণ, মুখের দাগ এবং তৈলাক্ত ভাবের মতো সমস্যা অনেক মহিলাকেই দিনরাত বিরক্ত করে মারে। এমন হাল হয় যে নিজেকে আয়নায় দেখতেও ইচ্ছে করে না আর। কিন্তু জানেন কী এগুলি প্রতিরোধ করার জন্য সৌন্দর্য পণ্য ব্যবহার ছেড়ে কিছু ঘরোয়া পদ্ধতির পথ নিলে পেতে পারেন অব্যর্থ রেজাল্ট।
advertisement
5/11
এই প্রতিবেদনে দেওয়া যাক সেই সুলুকসন্ধান। গুজরাতের বিউটিশিয়ান কোমল গুপ্ত তাঁর পরামর্শতে বলেন, বাড়িতে পাওয়া প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই রাতে ঘুমোনোর আগে যদি ছোট্ট একটু কাজ করে নেওয়া যায় তাহলেই এই সমস্যাগুলি সহজেই সমাধান করা যেতে পারে।
advertisement
6/11
কোমল বলেন, এক্ষেত্রে হলুদ এবং অ্যালোভেরা জেলের মিশ্রণ মুখের ব্রণ এবং দাগ কমাতে বিশেষভাবে কার্যকর হয়। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। অ্যালোভেরার পুষ্টি এবং আর্দ্রতা ত্বকে সতেজতা প্রদান করে বলে ম্যাজিকের মতোই।
advertisement
7/11
এই দুটি উপাদানের মিশ্রণ কেবল ব্রণ কমায় না, ব্রণের দাগও দূর করে। এই পেস্টটি তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্যও দারুণ স্বস্তি দেয়। গ্রীষ্মে ও বর্ষায় তাপ, আদ্রতা এবং দূষণের কারণে ত্বকের রঙ পরিবর্তন হলেও এই মিশ্রণটি সঠিক ব্যবহার বেশ ভাল ফলাফল দেয় বলে জানা যায়।
advertisement
8/11
এই পেস্টটি তৈরি করতে, এক চা চামচ টাটকা অ্যালোভেরা জেল, এক চা চামচ হলুদ এবং ইচ্ছা করলে দুই থেকে তিন ফোঁটা গোলাপ জল নিয়ে নিন একটা পাত্রে। এই তিনটি উপাদান ভাল ভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
advertisement
9/11
রাতে ঘুমোতে যাওয়ার আগেই এই পেস্ট মুখে লাগাতে হবে। তবে মুখে লাগানোর আগে, হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর আঙ্গুল দিয়ে পেস্টটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর আলতো করে হাত ধুয়ে মুখে ময়েশ্চারাইজার লাগান।
advertisement
10/11
কোমল গুপ্তা পরামর্শে আরও বলেন যে সপ্তাহে দুই থেকে তিনবার এই পেস্ট ব্যবহার করলে দুর্দান্ত ভাল ফলাফল পাবেন। তিনি বলেন, রাতে নিয়মিত এই ছোট্ট কাজটি করলে অচিরেই মুখ উজ্জ্বল হয়ে উঠবে এবং ব্রণের দাগ ধীরে ধীরে কমে যাবে।
advertisement
11/11
শর্তত্যাগ: এই তথ্যটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্যের জন্য দেওয়া হয়েছে। ত্বকের যে কোনও সমস্যার সমাধান হিসেবে এটি ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
রং ফেটে পড়বে...! রাতে ঘুমোনোর আগে মুখে লাগান দুই অসাধারণ প্রাকৃতিক 'জিনিস', ৩ দিনে দেখুন তফাৎ, চমকে যাবে আয়না!