টুকটুকে হয়ে যাবে মুখ...! রাতে ঘুমোনোর আগে এই 'জিনিসটি' লাগান, ৭ দিনে দেখুন তফাৎ, ঠিকরে পড়বে আলো
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Face: সকলেই চান সুন্দর ও সুস্থ থাকতে। তার জন্য বড় বড় পার্লারে ছোটেন কেউ কেউ আবার কেউ কেউ কেনেন একের পর এক নতুন নতুন প্রোডাক্ট। কিন্তু সর্বদা পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না।
advertisement
1/14

বর্তমানের কর্মব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুবই কম। সবসময় নিয়ম করে নিজের যত্ন নেওয়া সম্ভব হয় না কারও পক্ষেই। তবে একেবারেই যদি নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়া না হয় তাহলে, গুরুতর সমস্যা দেখা দেবে অল্প সময়েই।
advertisement
2/14
সকলেই চান সুন্দর ও সুস্থ থাকতে। তার জন্য বড় বড় পার্লারে ছোটেন কেউ কেউ আবার কেউ কেউ কেনেন একের পর এক নতুন নতুন প্রোডাক্ট। কিন্তু সর্বদা পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না।
advertisement
3/14
তাই আজকের প্রজন্মও বেশিরভাগ সময়ই ঘরোয়া ভাবেই যত্ন নিতে চান ত্বকের। আর এই গরমের দিনে যা ভীষণভাবে প্রয়োজনীয়। যদি গরমকালে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই ঘরোয়া টোটকার কথা মাথায় রাখা যায় তাহলেই মিলবে উজ্জ্বল দাগহীন ত্বক।
advertisement
4/14
বুঝে নিন বেশ কয়েকটি একদম সহজ ঘরোয়া টোটকা যা মুহূর্তের মধ্যে আপনার মুখের রং ও রূপ পাল্টে দেবে। শুধু জানতে হবে কখন কী ভাবে কী করবেন। দেখে নিন কয়েকটি ম্যাজিক ফর্মুলা।
advertisement
5/14
শশার রস- বর্ষায় শরীরের মতো মুখেও দেখা দেয় নানা সমস্যা। শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নিতে শশা অপরিহার্য। শশার রস ত্বককে শীতল রাখে। গরমের জন্য সৃষ্ট একাধিক ত্বকের সমস্যা দূর করে এটি।
advertisement
6/14
প্রতিদিন যদি রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে এই শশার রস হালকা করে লাগিয়ে সারারাত রেখে দেওয়া হয় তাহলে, ব্রণর সমস্যা দূর হয় চিরতরে। ব্রণর সমস্যা দূর করার পাশাপাশি ত্বককে স্বাভাবিকভাবেই উজ্জ্বল রাখে এটি।
advertisement
7/14
দই- চুল ও শরীরের পাশাপাশি দই ত্বকের জন্যও বেশ উপকারী। দইতে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিনের পাশাপাশি ভিটামিন ডিও, যা ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে। যদি প্রতিদিন ত্বকে দই লাগানো হয় তাহলে, ব্রণর পাশাপাশি চোখের তলার কালির সমস্যাও দূর হয়।
advertisement
8/14
একটি পাত্রে অল্পপরিমাণে দই নিয়ে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে গোটা মুখে ভাল করে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর সেটি সারারাত লাগিয়ে রেখে দিতে হবে। পরদিন সকালে ভাল করে পরিষ্কার জল দিয়েই মুখ ধুয়ে নিতে হবে।
advertisement
9/14
হলুদ: কারকিউমিন, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, ব্রণ, দাগ এবং অ্যালার্জির মতো ত্বকের অনেক সমস্যা নিরাময়ে সহায়ক। দই বা দুধের সঙ্গে মিশ্রিত করলে এটি আরও কার্যকর হতে পারে। রাতে এই দুই জিনিসের মিশ্রণ মুখে লাগান ঠিক ঘুমানর আগে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেললেই সকালে ম্যাজিক।
advertisement
10/14
মধু: মধু মুখকে ভেতর থেকে আর্দ্র করে এবং শুষ্কতা দূর করে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য মুখকে ভিতর থেকে পরিষ্কার করে, মৃত কোষ দূর করে এবং ত্বকের রঙ উন্নত করে। মধু ব্যবহারে মুখের ব্রণ কম হয় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আসে মুখে।
advertisement
11/14
দুধ: দুধ সবার বাড়িতেই থাকে। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। দুধ দিয়ে মুখ ধোওয়া ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ট্যানিং কমাতে সাহায্য করে। মুখ ধোয়ার জন্য এটি ব্যয়বহুল ফেসওয়াশের চেয়ে অনেক গুণ বেশি কার্যকর।
advertisement
12/14
মুলতানি মাটি: মুলতানি মাটি দিয়ে মুখ ধোওয়ার প্রচলন আমাদের ঠাকুমা দিদিমার সময় থেকেই হয়ে আসছে। এটি ত্বকের ময়লা দূর করে এবং ছিদ্রগুলিকে শক্ত করে। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ভেতর থেকে পরিষ্কার করে। এর ব্যবহারে মুখের ট্যানিং এবং দাগ কমে যায় এবং এতে উপস্থিত খনিজ পদার্থ ত্বককে শীতল করে।
advertisement
13/14
বেসন: বেসন একটি প্রাকৃতিক ক্লিনজার, স্ক্রাব এবং ট্যানিং রিম্যুভার। এটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং মৃত ত্বকের কোষ দূর করে, উজ্জ্বলতা আনে। গোলাপজলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে এটি খুবই উপকারী। এটি মুখের ব্রণ এবং তেল কমাতে সাহায্য করে এবং ত্বকে উজ্জ্বলতা আনে।
advertisement
14/14
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
টুকটুকে হয়ে যাবে মুখ...! রাতে ঘুমোনোর আগে এই 'জিনিসটি' লাগান, ৭ দিনে দেখুন তফাৎ, ঠিকরে পড়বে আলো