ফুটফুটে হয়ে যাবে মুখ...! রাতে ঘুমোনোর আগে ১ চিমটি সাদা জিনিস 'এভাবে' লাগান, তিন দিনেই দেখুন তফাৎ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Face: জানেন কী ঘরোয়া এক অতি সাধারণ জিনিস দিয়ে সারাদিনের শেষে ছোট্ট কাজই ফিরিয়ে দিতে পারে আপনার মুখের জেল্লা। এক পয়সাও খরচ না করেই চকচক করবে মুখ। উধাও হবে কালো দাগ।
advertisement
1/16

বলতেই বলে 'পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি'। কথাটা কিছুটা হলেও সত্যি। উজ্জ্বল-ঝলমলে মুখের আকর্ষণ আলাদাই সে কথা কে না জানে। কিন্তু গরমকালে আপনার সেই জেল্লাদার মুখ, ফর্সা ত্বকই কালচে ছোপ পরে যায় রোদের তপ্ত দিনে।
advertisement
2/16
ত্বক ফর্সা করার জন্য কাঠ খড় কম পোড়ান না কেউ। ছোটেন পার্লার অথবা একের পর এক ট্রাই করতে থাকেন নতুন নতুন প্রোডাক্ট। কিন্তু কিছুতেই হয়ত পান না মনের মতো রং। কারণ এই গরমে সব প্রোডাক্টের গুণ হারিয়ে দেয় ঠাটাপোড়া রোদ্দুর আর ট্যান।
advertisement
3/16
কিন্তু জানেন কী ঘরোয়া এক অতি সাধারণ জিনিস দিয়ে সারাদিনের শেষে ছোট্ট কাজই ফিরিয়ে দিতে পারে আপনার মুখের জেল্লা। এক পয়সাও খরচ না করেই চকচক করবে মুখ। উধাও হবে কালো দাগ।
advertisement
4/16
এই সাদা রঙের ঘরোয়া জিনিসটি প্রায় প্রতিটি রান্নাঘরেই পাওয়া যাবে। ব্যবহারও বেশ সহজ। জানলে আকাশ থেকে পড়বেন, সামান্য বেকিং সোডা দিয়েই রাতে ছোট্ট এই কাজটি করলেই মুহূর্তে বদলে যাবে আপনার চেহারা।
advertisement
5/16
মুখে বেকিং সোডা লাগানোর উপকারিতা: উজ্জ্বল ত্বক পেতে, আপনার ব্যয়বহুল স্কিনকেয়ার পণ্যের প্রয়োজন নেই। বাড়িতে রাখা এক চিমটি বেকিং সোডা আপনার কাজ সহজ করে দিতে পারে। আজ এই প্রতিবেদনে জেনে নিন দুর্দান্ত এই টোটকা ঠিক কী ভাবে আর কখন ব্যবহার করলে পাবেন ম্যাজিক ফল।
advertisement
6/16
ত্বক ফর্সা করতে বেকিং সোডার কামাল: বিউটি এক্সপার্টদের পরামর্শ বিশেষ করে গরমে প্রত্যেকেরই ত্বকের যত্নের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু দেখা যায় ত্বকের যত্নেই গাফিলতি করেন বেশিরভাগ মানুষ।
advertisement
7/16
আসলে ব্যয়বহুল ত্বকের যত্নের পণ্য দিয়ে রূপচর্চায় ত্বকের সমস্যাগুলি যে সেরে যায় তা নয়, বরং, রাসায়নিক সমৃদ্ধ পণ্যের প্রভাবে আরও খারাপ হতে থাকে মুখের হাল। কিন্তু খুব কম লোকই জানেন যে ত্বকের একটু যত্ন নিলে এবং বাড়ির রান্নাঘরে রাখা জিনিসপত্র সঠিকভাবে ব্যবহার করলেই অলৌকিক চমৎকার হতে পারে মাত্র কদিনেই।
advertisement
8/16
বেকিং সোডাও এমন একটি জিনিস। ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে এই উপাদানটির কোনও জুড়ি নেই। যা কিছু জিনিসের সঙ্গে মিশিয়ে রাতে ঘুমোনোর আগে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে দুর্দান্ত ভূমিকা নিতে পারে।
advertisement
9/16
এই প্রসঙ্গে হেল্থলাইনের বিশেষজ্ঞ সিনথিয়া কব, ডিএনপি, এপিআরএন, ডাব্লিউএইচএনপি-বিসি, এফএএএনপি বলেন, বেকিং সোডা হল একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করতে পারে যা ত্বকে লাগালে ব্রণ হয় না। আবার মুখের উজ্জ্বলতা আনতেও কার্যকরী ভূমিকা নিতে পারে এটি।"
advertisement
10/16
এই উপাদানের সঠিক ব্যবহারে এমন রেজাল্ট পাবেন, যার ফলে আপনার ত্বকের যত্নের ব্যয়বহুল পণ্যের প্রয়োজনই আর হবে না। চলুন জেনে নেওয়া যাক, ত্বকের জন্য বেকিং সোডার উপকারিতা।
advertisement
11/16
১. ত্বকের জন্য বেকিং সোডাবেকিং সোডা ত্বকের জন্য খুবই উপকারী একটি জিনিস, যা কেবল একটি বা দুটি নয়, অনেক উপকার দেয়। আপনি যদি সঠিক উপায়ে বেকিং সোডা ব্যবহার করেন, তাহলে এটি ত্বক সম্পর্কিত অনেক সমস্যার সমাধান করতে পারে।
advertisement
12/16
২. বেকিং সোডা টু গ্লো স্কিনযদি আপনার ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে, তাহলে বেকিং সোডা আপনার জন্যও খুবই উপকারী হতে পারে। মাত্র এক চিমটি বেকিং সোডা দিয়েই আপনি আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে পারেন। একবার ব্যবহার করার পর, আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যয়বহুল ত্বকের যত্নের পণ্যের প্রয়োজনই নেই।
advertisement
13/16
৩. শুধু উজ্জ্বল ত্বকই নয়, এটি ব্যবহারের পর অনেকেই বলেছেন যে বেকিং সোডা ত্বকের ব্রণ, বলিরেখা এবং অবাঞ্ছিত দাগ কমাতেও সাহায্য করে। একমাত্র শর্ত হল বেকিং সোডা সঠিক জিনিসের সঙ্গে মিশিয়েই শুধু ব্যবহার করা উচিত এবং এটি সঠিক পরিমাণে ব্যবহার করা উচিত।
advertisement
14/16
৪. কীভাবে প্রস্তুত করবেন ?আপনার জন্য মাত্র এক চিমটি বেকিং সোডাই যথেষ্ট। প্রথমে আধা চামচ বেসন নিন এবং তাতে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে নিন। এবার এতে আধা চা চামচ লেবুর রস এবং আধা চা চামচ গোলাপ জল যোগ করুন। এবার ভাল করে মিশিয়ে মুখে লাগান।
advertisement
15/16
৫. বেকিং সোডা কীভাবে ব্যবহার করবেন?আপনার মিশ্রণটি প্রস্তুত হয়ে গেলে, এটি ঘুমোনোর আগে আপনার মুখে লাগান এবং ১০ মিনিটের জন্য মৃদু বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন এবং সুতির কাপড় দিয়ে হালকা চাপ দিয়ে ঘাম মুছে ফেলুন।
advertisement
16/16
দাবিত্যাগ: প্রিয় পাঠকগণ, এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্য এবং পরামর্শ প্রদান করে। এটি কোনওভাবেই চিকিৎসা মতামতের বিকল্প নয়। অতএব, আরও তথ্যের জন্য সর্বদা একজন বিশেষজ্ঞ বা আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। নিউজ 18 বাংলা এই তথ্যের দায় স্বীকার করে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ফুটফুটে হয়ে যাবে মুখ...! রাতে ঘুমোনোর আগে ১ চিমটি সাদা জিনিস 'এভাবে' লাগান, তিন দিনেই দেখুন তফাৎ