Expensive and Cheapest city of India: কলকাতা নয়, ভারতের সবচেয়ে সস্তা শহর এটি! সবচেয়ে দামি কোনটি?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Expensive and Cheapest city of India: ভারতের সবচেয়ে সস্তা শহর ও সবচেয়ে দামি শহর কোনটি? সস্তার কথা বললে অনেকেই কলকাতার নাম বলবেন।
advertisement
1/10

ভারতের সবচেয়ে সস্তা শহর ও সবচেয়ে দামি শহর কোনটি? সস্তার কথা বললে অনেকেই কলকাতার নাম বলবেন।
advertisement
2/10
কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষায় কলকাতা নয়, উঠে এসেছে অন্য এক শহরের নাম। যা শুনে চমকে উঠছেন সকলে।
advertisement
3/10
দৈনিক জীবনযাপনের খরচ সামলে একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখতে পারা যায় ভারতের কোন শহরে?
advertisement
4/10
কলকাতা নয়, এই সমীক্ষায় উঠে এসেছে পশ্চিম ভারতের শহরের নাম। কলকাতা রয়েছে বেঙ্গালুরু, চেন্নাইয়ের পরে।
advertisement
5/10
সম্প্রতি নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া নামে একটি সংস্থা দেশের শহরগুলোতে সমীক্ষা চালায়। সেই সমীক্ষার ফলাফলের উপর ভিত্তিতে তৈরি রিপোর্টে চমকে ওঠা এক নাম প্রকাশ করা হয়েছে।
advertisement
6/10
রিপোর্টে দাবি করা হয়েছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খরচখরচা সামলে ফ্ল্যাটের ইএমআই দেওয়া সবথেকে সহজ গুজরাতের আহমেদাবাদে।
advertisement
7/10
নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া একটি সাশ্রয়ী সূচক (Affordable Index) প্রকাশ করেছে।
advertisement
8/10
কোনও শহরের সাশ্রয়ী সূচক ৪০ শতাংশ হওয়ার অর্থ সেই শহরে বসবাসকারী পরিবারকে মোট আয়ের ৪০ শতাংশ ব্যয় করতে হবে ফ্ল্যাট বা বাড়ির ইএমআই দেওয়ার জন্য।
advertisement
9/10
ইএমআই ও আয়ের অনুপাত ৫০ শতাংশের উপর হলে তা আর সহনসীমার মধ্যে থাকে না এবং সেক্ষেত্রে ব্যাঙ্কের পক্ষে গৃহঋণ দান যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
advertisement
10/10
এই হিসেবে সবচেয়ে দামি শহর হিসেবে নাম এসেছে মুম্বইয়ের। মুম্বইয়ের পর রয়েছে হায়দরাবাদ। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Expensive and Cheapest city of India: কলকাতা নয়, ভারতের সবচেয়ে সস্তা শহর এটি! সবচেয়ে দামি কোনটি?