Side Effects of Air Conditioner: দিনের বেশি ক্ষণই কাটে এসি-র ঠান্ডায়? দেখুন কী সর্বনাশ করছেন নিজের শরীরের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Side Effects of Air Conditioner: সাময়িক আরামের পাশাপাশি এতে আমাদের কী কী শারীরিক ক্ষতি হয়?
advertisement
1/9

বৃষ্টিতে গরমের তীব্রতা কমেছে৷ কিন্তু ভ্যাপসা চিটচিটে ভাব থেকে যায় বর্ষাকালেও৷ গরমকালের মতো অত বেশি সময় না হলেও বর্ষাতেও এখন আমাদের বাড়িতে এসি চলে৷ কারণ এসি এখন বিলাসিতার বদলে কার্যত প্রয়োজন৷
advertisement
2/9
এ ছাড়া বাড়ির বাইরে কর্মক্ষেত্রেও এখন বাতানুকূল যন্ত্রের আধিপত্য৷ ফলে শীতাতপের মধ্যে থাকতেই হয়৷ সাময়িক আরামের পাশাপাশি এতে আমাদের কী কী শারীরিক ক্ষতি হয়৷
advertisement
3/9
কৃত্রিম শীতলতা আমাদের ত্বক ও চুলের ক্ষতি করে৷ এ ছাড়া মাথার যন্ত্রণা, মনঃসংযোগে সমস্যা, বমি বমি ভাবের মতো সমস্যাও দেখা দেয়৷
advertisement
4/9
সব আর্দ্রতা শুষে নিয়ে আমাদের শরীরকে ডিহাইড্রেটেড করে দেয় বাতানুকূল যন্ত্র৷
advertisement
5/9
এসিতে বেশি ক্ষণ থাকলে আমাদের ত্বকে জরার ছাপ পড়ে৷ অকালেই দেখা দেয় বলিরেখা ও সূক্ষ্মদাগ৷
advertisement
6/9
ত্বকে অ্যালার্জির সংক্রমণ ও হাঁপানির সমস্যা বাড়ে
advertisement
7/9
সহজেই ঠান্ডা লেগে যায়৷ দেখা দেয় সর্দিকাশি
advertisement
8/9
চোখ ও ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে৷
advertisement
9/9
ভাইরাস ও ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Side Effects of Air Conditioner: দিনের বেশি ক্ষণই কাটে এসি-র ঠান্ডায়? দেখুন কী সর্বনাশ করছেন নিজের শরীরের