Electric Bill Hacks: বিদ্যুতের বিল কমবে এক লাফে, আপনি যদি ছোট্ট কয়েকটি টিপস মানেন নিজের বাড়িতে, বিদ্যুতের বিল হবে হাতের মুঠোয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Electric Bill Hacks: আপনার পকেটে প্রতি মাসে চাপ পড়ছে, ইলেকট্রিসিটি বিল হু হু কমবে এই সহজ উপায়ে৷
advertisement
1/13

Electric Bill Hacks: প্রতিটা সংসারেই একটা বাজেট থাকে, মানুষ হিসেব করে সেই বাজেটের সঙ্গে খাপ খাইয়ে নিজের মতো করে চলে৷ সংসারে কিছু খরচ প্রতি মাসেই দিতে হয়, তাতে যেমন থাকে মাসকাবারি জিনিস তেমনিই প্রতি মাসেই দিতেই হয় বিদ্যুতের বিলও৷ কিন্তু এখন আপনি যেখানেই বাস করুন এবং যে বিদ্যুৎ পরিষেবা দানকারী সংস্থার থেকে বিদ্যুৎ ব্যবহার করুন ইউনিট প্রতি চার্জ অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ Photo- Representative
advertisement
2/13
তাই বিদ্যুৎ খরচ যদি খানিকটা হলেও নিয়ন্ত্রণ করা যায় তাহলে পকেটের উপর অনেকটাই কম চাপ পড়ে৷ তা বলে কোনও অনৈতিক উপায়ে বিদ্যুৎ ব্যবহার কমানোর পরামর্শ কখনই কারোর থেকে শোনা উচিত নয়, এতে আরও বড় ক্ষতির সম্ভাবনা থাকতে পারে৷ জেনে নিন বিশেষজ্ঞেরা বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখার জন্য কী ধরণের পরামর্শ দেন৷ Photo- Representative
advertisement
3/13
এখন যেরকম গরম থাকে তাতে কোনও ঘরে যখনই কোনও মানুষ থাকেন তখনই পাখা চালানোই থাকে৷ পাখা বন্ধ করে এক মিনিটও থাকার কথা কেউ ভাবতেই পারেন না৷ এই অবস্থায় যদি পুরনো পাখা বদলে নতুন পাখা একটু দেখে নিয়ে আসেন তাহলে বিদ্যুতের খরচ অনেকটাই কমতে পারে৷ Photo- Representative
advertisement
4/13
বেশ কিছু আধুনিক পাখার মডেলে ৩২ ওয়াটের হচ্ছে৷ যা পুরনো পাখায় সাধারণত ৭০ থেকে ১২০ ওয়াটের হত৷ তাই যদি সিলিং ফ্যান বদলে আধুনিক পাখা আনেন তাহলে সারাদিন পাখা চালালেও বিদ্যুতের খরচ সেই তুলনায় নামমাত্র হবে৷ Photo- Representative
advertisement
5/13
মধ্যবিত্ত বাড়িতে এখন ফ্রিজ -মাইক্রোওয়েভ খুবই প্রয়োজনীয় ইলেকট্রিকাল গুডস, যা ছাড়া সংসারের কাজ কোনওভাবেই চলে না৷ সেই ক্ষেত্রে যে জিনিসগুলি ব্যবহার করছেন সেগুলি যদি ফাইভ স্টার রেটেড গুডস হয় তাহলে বিদ্যুৎ খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যেতে পারে৷ Photo- Representative
advertisement
6/13
ফ্রিজের দরজা ঘনঘন খুলবেন না, পাশাপাশি যেরকম ওয়েদার ফ্রিজের মোড সেই অনুসারে সেট করুন৷ সামার, মনসুন, উইন্টার যে অপশনগুলি ফ্রিজের রেগুলেটরে দেওয়া থাকে সেগুলি আবহাওয়ার পরিস্থিতি অনুসারে বদলে দিন৷ Photo- Representative
advertisement
7/13
পাশাপাশি ফ্রিজ দেওয়াল থেকে খানিকটা দূরে রাখুন যাতে ফ্রিজের পিছন দিকটা সামাণ্য হলেও খোলামেলা জায়গায় রাখবেন তাতে ফ্রিজের পরিস্থিতি খানিকটা হলেও ভাল থাকবে৷ Photo- Representative
advertisement
8/13
মাইক্রোওয়েভ বা ইনডাকশন ওভেন রান্নার কাজে ব্যবহার হয়ে গেলে মেন সুইচটা অফ করে দেবেন , মেশিন ব্যবহার না হলেও মেন সুইচ জ্বালিয়ে রাখা একেবারেই ভাল অভ্যাস নয়, এতে বিদ্যুতের বিল বাড়তে পারে পাশাপাশি সর্বক্ষণ ওই চ্যানেল দিয়ে বিদ্যুৎ সরবরাহ জারি থাকে বলে তা বিভিন্ন বিপদের কারণও হতে পারে৷ Photo- Representative
advertisement
9/13
ঘরে আলোর ক্ষেত্রে সিএফএল বদলে এলইডি লাগান এতে আলোর জোরও বেশি হবে পাশাপাশি বিদ্যুতের খরচও অনেকাংশে কম করা যাবে৷ Photo- Representative
advertisement
10/13
এবার এসি-র কথায় আসা যাক৷ এখন যা পরিস্থিতি প্রতি মধ্যবিত্তেরই ঘরে এসি৷ গরম লাগালেই সুইচ অন করে ঘর ঠান্ডা করে নাও এটাই এখন জীবনযাপনের নয়া ফান্ডা৷ আর এসিতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তত বিদ্যুৎ খরচ আর কিছুতেই হয় না৷ Photo- Representative
advertisement
11/13
এসি লাগালে চেষ্টা করুন ইনভার্টার এসি লাগাতে৷ স্টারের ক্ষেত্রেও ফাইভ স্টার এসি হলে ভাল হয়, হয়ত কিনতে দাম প্রাথমিকভাবে বেশি লাগবে কিন্তু পরে সেটা বিদ্যুতের বিল সঞ্চয়ের ক্ষেত্রে কাজ লাগবে৷ Photo- Representative
advertisement
12/13
এসি বারবার অন ও অফ করবেন না৷ তাতে মনে হয় এসির খরচ কমল এতে আরও বেশি বিদ্যুৎ খরচ হয় কারণ এসির কম্প্রেসর বারবার অন অফ হয় এটা বেশি ক্ষতিকারক৷ Photo- Representative
advertisement
13/13
যদি সম্ভব হয় অলটারনেটিভ এনার্জি সোর্সে চলে যান৷ সৌরশক্তি পরিচালিত বিদ্যুৎ ব্যবস্থা যদি লাগানো সম্ভব হয় তাহলে সেটা লাগান৷ Photo- Representative
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Electric Bill Hacks: বিদ্যুতের বিল কমবে এক লাফে, আপনি যদি ছোট্ট কয়েকটি টিপস মানেন নিজের বাড়িতে, বিদ্যুতের বিল হবে হাতের মুঠোয়