TRENDING:

Elaichi to prevent Mouth Odour: নামে ছোট, কাজে বড়! মুখের দুর্গন্ধ থেকে হাইপ্রেশার-সব উপড়ে ফেলে এলাচদানা! কুপোকাত শীতের সর্দিকাশিও

Last Updated:
Elaichi to prevent Mouth Odour:ছোট এলাচে অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান আছে৷ ফলে শরীরের ইনফ্লেম্যাটরি মাত্রা কমে৷ আর্থ্রাইটিসের সমস্যা নিয়ন্ত্রিত হয়
advertisement
1/6
নামে ছোট, কাজে বড়! মুখের গন্ধ থেকে হাইপ্রেশার-উপড়ে ফেলে এলাচ! কুপোকাত সর্দিও
স্বাদের পাশাপাশি খাবারের গুণও বাড়ায় ছোট এলাচ। এই ভারতীয় মশলা একাধিক কারণে রাখতে হবে ডায়েটে। বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর।
advertisement
2/6
গ্যাস, অম্বল, পেট ফাঁপা-সহ বদহজমের সমস্যা নিয়ন্ত্রণ করে এলাচ৷ পাশাপাশি উৎসেচক ক্ষরণে সাহায্য করে৷ স্ট্রেস, অ্যাংজাইটি দূর করে মন হাল্কা ফুরফুরে রাখে ছোট এলাচের গন্ধ৷
advertisement
3/6
ছোট এলাচে অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান আছে৷ ফলে শরীরের ইনফ্লেম্যাটরি মাত্রা কমে৷ আর্থ্রাইটিসের সমস্যা নিয়ন্ত্রিত হয়৷
advertisement
4/6
দাঁতের সুস্বাস্থ্য বজায় রাখে ছোট এলাচ৷ ব্যাকটেরিয়া দূর করে মুখের দুর্গন্ধ দূর করে৷ ওরাল হেল্থ ভাল রাখতে কাঁচা এলাচ চিবনো খুবই ভাল৷
advertisement
5/6
রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে৷ কিছু গবেষণায় দাবি, হৃদরোগের আশঙ্কা কমায় এলাচের রস৷
advertisement
6/6
ব্রঙ্কাইটিস, বুকে কফ জমা, সর্দিকাশির সমস্যা দূর করে এলাচ৷ শরীর থেকে বর্জ্যের মাধ্যমে টক্সিন দূর করে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Elaichi to prevent Mouth Odour: নামে ছোট, কাজে বড়! মুখের দুর্গন্ধ থেকে হাইপ্রেশার-সব উপড়ে ফেলে এলাচদানা! কুপোকাত শীতের সর্দিকাশিও
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল