TRENDING:

Lifestyle: হারিয়ে যাওয়া Mobile খুঁজে পাওয়ার রয়েছে অনেক উপায়, দেখুন সহজগুলো

Last Updated:
Lifestyle: অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) (Apple) দু'ধরনের ফোনই হারিয়ে গেলে তা আবার খুঁজে পাওয়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক ফোন হারিয়ে গেলে তা খুঁজে (Find mobile phone) বার করার উপায়।
advertisement
1/5
হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পাওয়ার রয়েছে অনেক উপায়, দেখুন সহজগুলো
#কলকাতা: বর্তমানে প্রায় সকলেরই সব থেকে দরকারি জিনিস হল তাদের ফোন (Mobile Phone)। অনেকের ফোনেই রয়েছে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং ডকুমেন্ট। এর ফলে সেই ফোন হারিয়ে গেলে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু ফোন হারিয়ে গেলে নির্দিষ্ট কয়েকটি উপায়ে আবার তা খুঁজে বের করা সম্ভব। অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) (Apple) দু'ধরনের ফোনই হারিয়ে গেলে তা আবার খুঁজে পাওয়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক ফোন হারিয়ে গেলে তা খুঁজে (Find mobile phone) বার করার উপায়। Photo- Representative
advertisement
2/5
হারিয়ে যাওয়া ফোন আইএমইআই (IMEI) নম্বরের মাধ্যমে খুঁজে পাওয়ার উপায় প্রত্যেকটি স্মার্টফোনেরই (Mobile Phone) একটি নিজস্ব ১৫ ডিজিটের আইডেন্টিফাই নম্বর থাকে। এটি হল ফোনের নিজস্ব ইউনিক আইএমইআই (International Mobile Equipment Identity) নম্বর। তাই ফোন হারিয়ে গেলে এই নম্বর দিয়ে নির্দিষ্ট অথরিটির কাছে অভিযোগ জানাতে হবে। সেই সময় সেই ফোনের সমস্ত তথ্য জানাতে হবে। নিজেদের ফোন হারিয়ে যাওয়ার পর সেটি যদি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ইকিউপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (Central Equipment Identity Register) অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে সেই অভিযোগ জানাতে হবে। এটি ভারত সরকারের অধীনে ডিপার্টমেন্ট অফ টেলিকম (Department Of Telecom) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট টেলিম্যাটিক্স (Center For Development Telematics) দ্বারা পরিচালিত। ইউজাররা এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফোন ব্লক করতে পারবে। Photo- Representative
advertisement
3/5
হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন গুগলের মাধ্যমে খুঁজে পাওয়ার উপায় অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে প্রথমেই ভিজিট করতে হবে গুগলের (Google) ফাইন্ড মাই ডিভাইজ। android.com/find-এ গিয়ে নিজেদের গুগল আকাউন্টের মাধ্যমে লগ ইন করতে হবে।। এক্ষেত্রে মনে রাখতে হবে সেই আকাউন্টটি যেন সেই ফোনের প্রাইমারি গুগল অ্যাকাউন্ট হয় এবং ফোনের সঙ্গে লিঙ্কড করানো থাকে। এছাড়াও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে মাই ডিভাইজ অ্যাপ। Photo- Representative
advertisement
4/5
হারিয়ে যাওয়া আইওএস ফোন অ্যাপল সার্ভিসের মাধ্যমে খুঁজে পাওয়ার উপায়- আইওএস ফোনের ক্ষেত্রে প্রথমেই ভিজিট করতে হবে অ্যাপলের (Apple) ফাইন্ড মাই সার্ভিস। icloud.com/find-এ গিয়ে নিজেদের আইক্লাউড আকাউন্টের মাধ্যমে লগ ইন করতে হবে। এছাড়াও অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে ফাইন্ড মাই সার্ভিস অ্যাপ। Photo- Representative
advertisement
5/5
হারিয়ে যাওয়া Samsung ফোন বিল্ট ইন সার্ভিসের মাধ্যমে খুঁজে পাওয়ার উপায় Samsung ফোনের বিল্ট ইন সার্ভিসের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়া সম্ভব। এর মাধ্যমে ইউজাররা তাদের ফোন লক করতে পারে অন্য জায়গা থেকে এবং সেই ফোনটি ট্র্যাকও করা সম্ভব। Photo- Representative
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lifestyle: হারিয়ে যাওয়া Mobile খুঁজে পাওয়ার রয়েছে অনেক উপায়, দেখুন সহজগুলো
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল