TRENDING:

Rose Day: গোলাপ দিবসে পাওয়া উপহার ফুলদানিতে অনেক দিন তাজা রাখতে চান? রইল টিপস

Last Updated:
Rose Day: কিছু টিপস অনুসরণ করুন৷ এতে শুধু গোলাপ নয়, ভাল থাকবে অন্যান্য ফুলও৷
advertisement
1/7
গোলাপ দিবসে পাওয়া উপহার ফুলদানিতে অনেক দিন তাজা রাখতে চান? রইল টিপস
প্রেমের সপ্তাহের প্রথম দিন গোলাপ দিবসে (Rose Day) উপহার পেয়েছেন একগুচ্ছ লাল গোলাপ? সাজিয়ে রাখুন ফুলদানিতে৷ বাড়বে গৃহসজ্জা ৷ পাশাপাশি ভাল থাকবে মনও৷ (Easy tips to keep rose fresh at vase for long)
advertisement
2/7
বিশেষ উপলক্ষে পাওয়া গোলাপ যদি বেশিদিন তাজা থাকে, তাহলে ভাল লাগে৷ তাই কিছু টিপস অনুসরণ করুন৷ এতে শুধু গোলাপ নয়, ভাল থাকবে অন্যান্য ফুলও৷
advertisement
3/7
যে ফুলদানিতে রাখবেন, সেটা যেন পরিষ্কার হয়, দেখে নিন প্রথমেই৷ সেটার সিকি ভাগ ভর্তি করুন ঈষৎ উষ্ণ জলে৷ তাতে দিন ২ চামচ চিনি৷ এতে ফুল প্রস্ফুটিত হবে৷ বেশিদিন তাজা থাকবে৷
advertisement
4/7
দু চামচ ভিনিগার ভাল করে ফুলদানির জলে মিশিয়ে দিন৷ ভিনিগারের প্রভাবে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ পায়৷ ফুল তাজাও থাকে অনেক দিন৷
advertisement
5/7
ভিনিগার না থাকলে চিনি, লেমন লাইম সোডাও মিশিয়ে নিতে পারেন৷ ফুলদানিতে এমনভাবে ফুল সাজান যাতে জলের মধ্যে কোনও পাতা না থাকে৷
advertisement
6/7
ফুলের কাণ্ডের শেষভাগ কেটে নিন কোণাকুণিভাবে৷ এর ফলে জলে ফুল অনেক দিন তাজা থাকবে৷ ফুলদানি কোনও সময় সরাসরি আলোয় রাখবেন না৷
advertisement
7/7
এক দিন পর পর ফুলদানির জল পরিবর্তন করে নতুন জল দিন৷ প্রত্যেক বার একটু একটু করে ফুলের কাণ্ডও কেটে দিন৷ ফুলদানির ফুল সহজেই নেতিয়ে পড়বে না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rose Day: গোলাপ দিবসে পাওয়া উপহার ফুলদানিতে অনেক দিন তাজা রাখতে চান? রইল টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল