বাচ্চার প্লাস্টিকের টিফিন বক্স থেকে খাবারের দাগ কিছুতেই উঠছে না? রইল সহজ টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Cleaning tiffin box: সাধারণ ভাবে ধুলে প্লাস্টিকের টিফিন বাক্স থেকে খাবারের দাগ দূর হয় না। ওই অবস্থায় একই বাক্সে ফের খাবার দেওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই জেনে নিন কী করে সহজে খাবারে দাগ তুলবেন
advertisement
1/6

অনেক মা-ই বাচ্চাদের টিফিন দেন প্লাস্টিকের টিফিনবক্সে। সাধারণ ভাবে ধুলে প্লাস্টিকের টিফিন বাক্স থেকে খাবারের দাগ দূর হয় না। ওই অবস্থায় একই বাক্সে ফের খাবার দেওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই জেনে নিন কী করে সহজে খাবারে দাগ তুলবেন।
advertisement
2/6
৩ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন ঈষদুষ্ণ জলে। ওই মিশ্রণে টিফিন বক্স ডুবিয়ে রাখুন। আধঘণ্টা পর পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। বেকিং সোডায় খাবারের দাগ ও গন্ধ দুটোই দূর হবে।
advertisement
3/6
ভিনিগার জলে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণে টিফিনবক্স ভিজিয়ে রাখুন। এর পর পরিষ্কার জলে ধুয়ে নিন।
advertisement
4/6
২ চামচ ক্লোরিন ব্লিচ জলে মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। তার পর ওই মিশ্রণে ভাল করে পরিষ্কার করুন টিফিন বক্স। এ বার আরও এক বার ধুয়ে ফেলুন পরিষ্কার জলে।
advertisement
5/6
টিফিন দিতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েলে। এতে টিফিনবক্সে খাবারের দাগ লাগবে না।
advertisement
6/6
টিফিন বক্সে যেখানে দাগ লেগেছে, সেখানে কফি পাউডার মাখিয়ে রাখুন। পরে ঘষে তুলে ফেলুন। তার পর পরিষ্কার জলে ধুয়ে নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বাচ্চার প্লাস্টিকের টিফিন বক্স থেকে খাবারের দাগ কিছুতেই উঠছে না? রইল সহজ টিপস