TRENDING:

Relationship: শাশুড়ির সঙ্গে কিছুতেই সহজ হচ্ছে না সম্পর্ক? তিক্ততা দূর করতে পুত্রবধূ হিসেবে মনে রাখুন এই সহজ টিপসগুলি

Last Updated:
Relationship: শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভাল হলে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হবে আপনার পক্ষে।
advertisement
1/10
শাশুড়ির সঙ্গে কিছুতেই সহজ হচ্ছে না সম্পর্ক? পুত্রবধূ হিসেবে মনে রাখুন সহজ টিপস
শ্বশুরবাড়িতে নতুন পরিবেশে শাশুড়ি-পুত্রবধূ সুসম্পর্ক আদপেই অসম্ভব নয় ৷ শুধু সদ্য বিবাহিতা হিসেবে মনে রাখুন কিছু টিপস৷ মনে রাখবেন, শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভাল হলে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হবে আপনার পক্ষে।
advertisement
2/10
পু্ত্রবধূ হিসেবে আপনি যেমন নতুন ভূমিকায়, তেমনই নতুন ভূমিকায় পা দিয়েছেন শাশুড়িও ৷ প্রথমেই মনে কোনওরকম তিক্ততা রাখবেন না ৷ সদর্থক দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ক শুরু করুন ৷ তাহলে অন্তত গোড়ায় গলদ থাকবে না ৷
advertisement
3/10
চেষ্টা করুন অন্তত আপাতভাবে মায়ের সঙ্গে শাশুড়ির বৈষম্য না করতে ৷ জন্মদিন উপলক্ষে উপহার দিন তাঁদের দু’জনকেই ৷ শাশুড়ি যদি দূরে থাকেন, তাঁকে বাড়িতে এসে থাকতে বলুন অন্তত দিন কয়েকের জন্য ৷ স্বামী ও সন্তানদের নিয়ে আপনিও যান শাশুড়ির কাছে দিন কাটাতে ৷
advertisement
4/10
অনেক সময় শাশুড়ি তাঁর পুত্রবধূকে প্রতিযোগী ভাবেন ঠিকই ৷ তাই নিজেকে কিছুটা এগিয়ে রাখার জন্য শাশুড়ির আচরণে কিছু পরিবর্তন তো লক্ষ করতেই পারেন ৷ সেটা বুঝতে পেরেও নিজেকে সংযত রাখুন ৷ আপনিও নিজেকে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী ভেবে বসবেন না ৷ নিজের আচরণ সংযত রাখাই শ্রেয় ৷
advertisement
5/10
শাশুড়ি গৃহবধূ৷ আপনি কর্মরতা-হতেই পারে এই পরিস্থিতি ৷ তাই বলে তাঁর প্রতি অশ্রদ্ধা পোষণ করবেন না৷ শ্রদ্ধা বজায় রাখুন ৷ তাঁর কাছেও অতীত জীবনের সংগ্রাম জানতে চান ৷ তিনি কীভাবে এত দিন সংসারের হাল ধরে থেকেছেন, সন্তানদের বড় করে তুলেছেন-জানতে চান সে সব দিনের কথা৷ তাঁর সংগ্রামকেও সম্মান করুন ৷ ৬. নতুন পরিবারে মানিয়ে নিতে সময় লাগবে৷ নিজেকে সেই সময় দিন ৷ শ্বশুরবাড়িতে আপ্যায়িত না হলেও
advertisement
6/10
নতুন পরিবারে মানিয়ে নিতে সময় লাগবে৷ নিজেকে সেই সময় দিন ৷ শ্বশুরবাড়িতে আপ্যায়িত না হলেও আহত হবেন না ৷ তাঁদেরকেও সময় দিন ৷ আপনাকে চেনার ও বোঝার জন্য ৷
advertisement
7/10
শাশুড়ি যখন কথা বলবেন, সেদিকে মনোযোগ দিন ৷ তাঁর কথা অর্থহীন লাগলেও অবহেলা করবেন না৷ ‘ইগনোর’ করা কিন্তু ঝগড়ার থেকেও তিক্ত ৷ ঘরের কাজে শাশুড়ি সাহায্য করতে চাইলে ফিরিয়ে দেবেন না৷ আপনিও তাঁকে সাহায্য করুন ৷
advertisement
8/10
শাশুড়ি দূরে থাকলে ফোনে নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখুন ৷ খোঁজ রাখুন তাঁর শরীর ও স্বাস্থ্যের ৷ বাড়ির সব দরকারি কথা তাঁকে জানান ৷ এরকম যেন না হয়, বাড়ির কোনও গুরুত্বপূর্ণ ঘটনা আপনার শাশুড়ির অজ্ঞাতই থেকে গেল৷
advertisement
9/10
সন্তানকে বড় করে তোলার বিষয়ে শাশুড়ির পরামর্শ নিন ৷ নাতি নাতনির সঙ্গে ঠাকুমার সখ্যে বাধা দেবেন না৷ শাশুড়িকে ‘সেকেলে’ চিহ্নিত করবে বসবেন না৷ সাংসারিক বিষয়ে আপনার শাশুড়ি অনেক বেশি অভিজ্ঞ ৷ তাই তাঁর পরামর্শ নিন ৷ আপনার পছন্দ না হলেও তাঁর কথা মন দিয়ে শুনুন ৷
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship: শাশুড়ির সঙ্গে কিছুতেই সহজ হচ্ছে না সম্পর্ক? তিক্ততা দূর করতে পুত্রবধূ হিসেবে মনে রাখুন এই সহজ টিপসগুলি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল