Easy Rabri Recipe: বাড়িতেই বানিয়ে নিন রাবড়ি, শাহি রাবড়ি বানানোর জলের মতো সহজ রেসিপি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Easy Rabri Recipe: শুনলে অবাক হবেন ১ কেজি খাঁটি দুধে আপনি নিজেও বানাতে পারেন, দোকানে স্বাদে ৩০০ গ্রাম রাবড়ি
advertisement
1/6

সহজে বানিয়ে নিন রাবড়ি! প্রিয় মিষ্টির মধ্যে একটি, মিষ্টির জগতে প্রথম সারিতে রাবড়ি। এই নিয়মে রাবড়ি বানিয়ে নিন নিজে হাতে, দোকানের রাবড়ি ' কে হার মানাবে।
advertisement
2/6
গাঢ় দুধে ডুবে রয়েছে সরের প্রলেপ। এর স্বাদ এতটাই যে, মিষ্টি প্রিয় মানুষের রাবড়ি' র প্রতি দুর্বলতা বরাবর।
advertisement
3/6
কড়াইতে ফুটন্ত দুধ। কড়াই এর উপর থেকে বাতাস দিলে দুধের উপর পাতলা আস্তরণ বা সর জমে। সেই সর সরু কাঠির সাহায্যে কড়াই এর গায়ে লেপে দেওয়া।
advertisement
4/6
অল্প আঁচে দুধ ফুটবে উপর থেকে হাওয়া দিয়ে দুধের সর সংগ্রহ করে তৈরি হয় রাবড়ি। দুধ যত গাঢ় হয়ে আসবে সর তত মোটা পাওয়া যাবে।
advertisement
5/6
সর সংগ্রহ করতে করতে খাঁটি দুধ এক তৃতীয়াংশ হয়ে আসলেই তৈরি রাবড়ি। কড়াইতে অবশিষ্ট থাকা দুধে পরিমাণ মত চিনি মেশাতে হবে।
advertisement
6/6
শুনলে অবাক হবেন, দু কেজি খাঁটি দুধ থেকে পেতে পারেন ৫০০ - ৬০০ গ্রাম রাবড়ি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Easy Rabri Recipe: বাড়িতেই বানিয়ে নিন রাবড়ি, শাহি রাবড়ি বানানোর জলের মতো সহজ রেসিপি