TRENDING:

Gardening Tips for Jasmine & Mogra Plants: আসছে নীলষষ্ঠী! এই ছোট্ট যত্নে সাদা ফুলে ঢাকবে জুঁই ও বেলগাছ, বাগানের সুগন্ধি ফুল রাখুন পুজোর ডালিতে

Last Updated:
Gardening Tips for Jasmine & Mogra Plants: অনেকেরই অভিযোগ থাকে, যত্ন করা সত্ত্বেও বেলফুল ও জুঁইগাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কুঁড়িও আসছে না। এই সমস্যা থেকে রেহাই পেতে আছে কিছু শর্টকাট টিপস। যাতে সময় বিশেষ লাগবে না। গাছের পরিচর্যাও হবে।
advertisement
1/8
এই ছোট্ট যত্নে ফুলে ঢাকবে জুঁই ও বেলিগাছ, বাগানের সুগন্ধি ফুল রাখুন পুজোর ডালিতে
আসছে নীলষষ্ঠী। শুক্রবার পালিত হবে এই লৌকিক পার্বণ। সন্তানের মঙ্গলকামনায় উপবাস ও নীলের ব্রত পালন করবেন মায়েরা।
advertisement
2/8
নীলষষ্ঠীর পুণ্যতিথিতে আরাধ্য দেবতাকে পুজো অর্পণ করুন বাড়ির বাগানের ফুলে। পুজোর ডালিতে রাখতে পারেন জুঁই এবং বেলির মতো সুগন্ধি ফুল।
advertisement
3/8
গরমকালের ফুলের মধ্যে অন্যতম সুগন্ধি জুঁই এবং বেল। গ্রীষ্মের সন্ধ্যা সুরভিত হয়ে ওঠে এই দুই ফুলের সুবাসে।
advertisement
4/8
তবে অনেকেরই অভিযোগ থাকে, যত্ন করা সত্ত্বেও বেলফুল ও জুঁইগাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কুঁড়িও আসছে না। এই সমস্যা থেকে রেহাই পেতে আছে কিছু শর্টকাট টিপস। যাতে সময় বিশেষ লাগবে না। গাছের পরিচর্যাও হবে।
advertisement
5/8
বেল ও জুঁই এই দুই গাছে শুকনো ফুল ঝরে পড়ে গেলে শূন্য বৃন্ত কাঁচি দিয়ে কেটে দিন। তাহলে সেখানে এবং তার পত্রমুকুলের পাশ দিয়ে নতুন কুঁড়ি ফুটে উঠবে।
advertisement
6/8
এই দুই গাছের শুকিয়ে আসা রোগগ্রস্ত ডাল ছেঁটে দিন। শুকনো ফুল ফেলে দিন। গাছের গোড়ার মাটি মাঝে মাঝে আলতো হাতে খুঁচিয়ে দিন।
advertisement
7/8
এর পর ঝুরো মাটিতে ভার্মিকম্পোস্ট সার দিয়ে দিন গাছের গোড়ায়। এতে প্রচণ্ড গরমে গাছ ভাল থাকবে। এক মগ জলে নিন এক চামচ সরষে খোল, শুকনো করে রাখা কলার খোসা এক মুঠো, এক চামচ হাড়ের গুঁড়ো দিয়ে ওই মিশ্রণ রেখে দিন ৪ থেকে ৫ দিন।
advertisement
8/8
মজিয়ে নেওয়া এই মিশ্রণে মেশান এক চামচ ‘সাফ’ পাউডার। তার পর আরও কিছুটা জল মিশিয়ে পাতলা করে দিন গাছের গোড়ায়। এই তরল সার অব্যর্থ বেল ও জুঁইগাছের পরিচর্যায়। প্রতি ১০ দিনে ১ বার এটা ব্যবহার করলে গাছ ছেয়ে যাবে সবুজ পাতায়। ঝাঁকড়া গাছে আসবে অজস্র কুঁড়ি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening Tips for Jasmine & Mogra Plants: আসছে নীলষষ্ঠী! এই ছোট্ট যত্নে সাদা ফুলে ঢাকবে জুঁই ও বেলগাছ, বাগানের সুগন্ধি ফুল রাখুন পুজোর ডালিতে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল