TRENDING:

Gardening Tips: অসময়েও উপচে পড়বে ফুলে! লাগবে না এক পয়সাও! ‘এইভাবে’ করুন পরিচর্যা! থাকবে না কোনও পোকামাকড়

Last Updated:
জুলাই আগস্ট কিংবা সেপ্টেম্বরের মাঝামাঝির আগে পুরানো এক বছর বয়সী সতেজ সবল ডাল থেকে ৮-১০ সেন্টি মিটার লম্বা ডাল হালকা কোন ভাবে কেটে রুট হরমোন মিশিয়ে মাটিতে বসিয়ে দিলে তাতে শিকড় গজায়। 
advertisement
1/6
অসময়েও উপচে পড়বে ফুলে! লাগবে না এক পয়সাও! ‘এইভাবে’ করুন পরিচর্যা!
বর্ষার পর এবং শীতের ঠিক আগে আমাদের বাগান আলো করে যে ফুলটি দীর্ঘ কয়েক মাস ধরে ফুটে থাকে তা হল চন্দ্রমল্লিকা। শীতের ফুল গাছ বলতে যার কথা সবার আগে উঠে আসে সেটি হল চন্দ্রমল্লিকা।
advertisement
2/6
শীতের মরশুমের ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা বেশ জনপ্রিয়। একে ‘শরৎ রানি’ নামেও অভিহিত করা হয়। তবে কেউ যদি আগাম চন্দ্রমল্লিকার স্বাদ নিতে চায়। তাহলে অবশ্যই আপনাকে এখনই চন্দ্রমল্লিকার জন্য প্রস্তুতি সেরে ফেলা দরকার।
advertisement
3/6
জুলাই, অগাস্ট কিংবা সেপ্টেম্বরের মাঝামাঝির আগে পুরানো এক বছর বয়সী সতেজ সবল ডাল থেকে ৮-১০ সেন্টি মিটার লম্বা ডাল হালকা কোন ভাবে কেটে রুট হরমোন মিশিয়ে মাটিতে বসিয়ে দিলে তাতে শিকড় গজায়। সেখানেই ছোট ছোট চন্দ্রমল্লিকা চারাগাছ তৈরি হয়ে যায়।
advertisement
4/6
এরপর চন্দ্রমল্লিকা গাছ একটু বড় হলে তার ছোট টবে প্রতি স্থাপন করতে হয়। এরপর পর এভাবেই তিন থেকে চারবার ক্রমশ বড় টব প্রতিস্থাপন করলে শীতের ঠিক আগেই ভালো ফুল পাওয়া যাবে। গাছ বড় হলে সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। চন্দ্র মল্লিকায় সবচেয়ে বেশি ছত্রাক ঘটিত রোগ দেখা যায়। এর ফলে বাড়ন্ত গাছের নিচের দিকের পুরনো পাতায় প্রথমে এই রোগের লক্ষণ দেখা যায়।
advertisement
5/6
পাতার কিনারা থেকে ছোট ছোট গোলাকৃতির বাদামি দাগ শুরু হয় যা পরবর্তিতে বৃদ্ধি পায় এবং বাদামি রঙ পরিবর্তিত হয়ে কালো রঙের দাগে পরিণত হয়। অসময়ে বৃষ্টি এবং গাছে জল দেওয়ার সময় অতিরিক্ত জল গাছে লেগে গেলে খয়েরি-লাল-বাদামি দাগ দেখা যায়।
advertisement
6/6
এর জন্য গাছে নিয়মিত নজরদারি, আক্রান্ত পাতাগুলি পরিষ্কার করে আক্রান্ত গাছকে উপড়ে ফেলে নিরাপদ জায়গায় ফেলা প্রয়োজন। বর্ষা শেষের আগে অনেক বাগান প্রেমীরা যে চন্দ্রমল্লিকায় সাধের বাগান ভরিয়ে তোলার পরিকল্পনা নিয়েছেন তা বলাই বাহুল্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening Tips: অসময়েও উপচে পড়বে ফুলে! লাগবে না এক পয়সাও! ‘এইভাবে’ করুন পরিচর্যা! থাকবে না কোনও পোকামাকড়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল