TRENDING:

Ear Wax Cleaning Tips: হড়হড়িয়ে বেরিয়ে আসবে ময়লা, বাড-কাঠি দিয়ে কানে না খুঁচিয়ে এই একটি কাজ করুন! পুরো ম্যাজিক

Last Updated:
Ear Wax Cleaning Tips: আপনি কি বাজারচলতি তুলোর বাডস দিয়ে কান পরিষ্কার করেন? কিংবা দেশলাই কাঠি বা টুথপিক দিয়ে কান খোঁচান? ভুলেও না, কেন?
advertisement
1/8
হড়হড়িয়ে বেরিয়ে আসবে ময়লা, বাড-কাঠি দিয়ে কানে না খুঁচিয়ে এই একটি কাজ করুন! পুরো ম্যাজিক
আপনি কি বাজারচলতি তুলোর বাডস দিয়ে কান পরিষ্কার করেন? কিংবা দেশলাই কাঠি বা টুথপিক দিয়ে কান খোঁচান? ভুলেও না, কানের ময়লা কীভাবে পরিষ্কার করতে হবে তা জানুন চিকিৎসকের কাছ থেকে।
advertisement
2/8
আজকাল বাজারে তুলোর ইয়ার বাড সব জায়গায় পাওয়া যায়। কানের ময়লা পরিষ্কার করতে এই বাডের ব্যবহারই সবচেয়ে বেশি। কিন্তু এই উপায় মারাত্মক ঝুঁকিপূর্ণ।
advertisement
3/8
আপাত ভাবে এই বাডগুলিকে নিরীহ, নিরাপদ মনে হলেও চিকিৎসকেরা বলছেন, আসলে এগুলি তেমনটা নয়।
advertisement
4/8
কান, নাক এবং গলার চিকিৎসক উত্তম আগরওয়াল জানান, 'সঠিক পদ্ধতি না জেনে কানে ইয়ারবাড গুঁজলে কানের পর্দার ক্ষতি হতে পারে। তাই আমরা কখনওই ইয়ারবাড দিয়ে কান পরিষ্কার করার পরামর্শ দিই না।'
advertisement
5/8
তা হলে কি কান পরিষ্কার করবেন না? প্রথমেই যে কথাটি মাথায় রাখতে হবে, তা হল-- 'ইয়ারওয়্যাক্স' বা কানের নিজস্ব ময়লা কিন্তু কানের শক্র নয়।
advertisement
6/8
কানের পর্দা সুরক্ষিত রাখার জন্যই শরীর নিজে থেকে ওয়্যাক্স তৈরি করে। কাঠি বা ইয়ারবাড দিয়ে কানের ময়লা পরিষ্কার করতে গিয়ে সেই ময়লাকে ঠেলে নিজেরাই আরও ভিতরে পাঠিয়ে দিই।
advertisement
7/8
কীভাবে তাহলে কান পরিষ্কার করবেন? কানের বাইরের অংশ সুতির ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করা যেতে পারে। তবে সেই কাপড় যেন নরম হয়। চাইলে ওয়েট ওয়াইপসও ব্যবহার করতে পারেন।
advertisement
8/8
কান কিন্তু নিজেই নিজেকে পরিষ্কার রাখতে পারে। তবে সেই কাজে সাহায্য করার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণ কিছু ইয়ার ড্রপ ব্যবহার করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ear Wax Cleaning Tips: হড়হড়িয়ে বেরিয়ে আসবে ময়লা, বাড-কাঠি দিয়ে কানে না খুঁচিয়ে এই একটি কাজ করুন! পুরো ম্যাজিক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল