TRENDING:

Durga Puja Travel: লাগবে না পাসপোর্ট! পুজোয় সামান্য খরচে ট্রেনেই পৌঁছন বিদেশ! খরচ-হোটেলের সব তথ্য জানুন

Last Updated:
Durga Puja Travel 2024: ভুটানের সংস্কৃতি পরখ করে দেখবার, জীবনযাত্রাকে চেনার, অজানাকে জানার সুযোগ রয়েছে ভরপুর। এবার প্রশ্ন, কীভাবে আসবেন? ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি এলে সেখান থেকে মাত্র ৬ ঘণ্টায় পৌঁছে যাবেন ভুটানে। এবার পুজোয় বিদেশ ভ্রমণ হয়ে যাক।
advertisement
1/6
লাগবে না পাসপোর্ট!পুজোয়  সামান্য খরচে ট্রেনেই পৌঁছন বিদেশ!খরচ-হোটেলের তথ্য জানুন
*পুজোর ছুটিতে বিদেশ ভ্রমণ করতে চান? ভাবছেন সে তো অনেক ঝক্কি! না না, ভিসা পাসপোর্ট কিছুই লাগবে না। সেইরকমই বিদেশ ভ্রমণের তথ্য রইল এই প্রতিবেদনে।
advertisement
2/6
*ভারতের পড়শি দেশ ভুটান। বলা চলে, উত্তরবঙ্গ লাগোয়া এই দেশ। এই দেশের সংস্কৃতি থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য কিংবা খাওয়া-দাওয়া মুগ্ধ করবে আপনাকে।
advertisement
3/6
*ভুটানের এত পর্যটন কেন্দ্রের মধ্যে কোন জায়গায় যাবেন ভাবছেন? সেইরকমই একটি দুর্দান্ত জায়গা হল ভুটানের পারো উপত্যকা। পারো উপত্যকার নির্মল সৌন্দর্যে অবস্থিত বুখারি রেস্তোরাঁয় সেই দেশের সিগনেচার ডিশগুলিও উপভোগ করতে পারবেন মন খুলে। এই উপত্যকার চারপাশ সবুজে ঘেরা, চোখে মিলবে শান্তি, মনে অনুভূত হবে ডানা মেলে উড়ে চলা পাখির মতো।
advertisement
4/6
*ভুটানের হোটেলগুলিতে বুকিং করে রাতযাপনও করতে পারেন। সবটাই কিন্তু সাধ্যের মধ্যেই সম্ভব। এখানকার সবুজ ঘন বন, উপত্যকা এবং পাহাড়ের মধ্যে বসে প্রাকৃতিক বিস্ময়ে হারিয়ে যেতে মন চাইবে।
advertisement
5/6
*এই দেশের অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্টগুলি ঘুরে আসতে পারেন। যেমন- বুমড্রা মনাস্ট্রি, কোমো উমা পারো। কোমো উমা পুনাখায় এক রাত থাকলে সকালে জানলা খুলেই মেঘের ভেসে যাওয়া ছুঁয়ে যাবে, পাশের মোছু নদীর শান্তিপূর্ণ প্রবাহ মনকে শান্ত করবেই।
advertisement
6/6
*ভুটানের সংস্কৃতি পরখ করে দেখবার, জীবনযাত্রাকে চেনার, অজানাকে জানার সুযোগ রয়েছে ভরপুর। এবার প্রশ্ন, কীভাবে আসবেন? ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি এলে সেখান থেকে মাত্র ৬ ঘন্টায় পৌঁছে যাবেন ভুটানে। গাড়ি ভাড়া করেই চলে যেতে পারবেন বিদেশের মাটিতে। তা হলে এবার পুজোয় বিদেশ ভ্রমণ হয়ে যাক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Travel: লাগবে না পাসপোর্ট! পুজোয় সামান্য খরচে ট্রেনেই পৌঁছন বিদেশ! খরচ-হোটেলের সব তথ্য জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল