Durga Puja Special: বেঙ্গল সাফারিতে পুজোর নতুন আকর্ষণ, ধূসর নেকড়ে, সোনালী শিয়াল, আর কাদের দেখা পাবেন?
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Durga Puja Special: একজোড়া ভারতীয় ধূসর নেকড়ে, একটি সোনালী শিয়াল, একজোড়া কালো ভাল্লুক, একজোড়া ঘড়িয়াল, সবুজ ইগুয়ানা, একজোড়া ভারতীয় বন্য কুকুর, একজোড়া ইউরেশিয়ান স্পন বিল এবং পেন্টেড স্টক
advertisement
1/6

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দুর্গাপুজোর আগেই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের জন্য বড় ধাক্কা। এ'বছর হাতি সাফারি বন্ধ থাকছে, কারণ পার্কের একমাত্র হাতি উর্মিলাকে একাকীত্ব কাটাতে জলদাপাড়ায় পাঠানো হয়েছে।
advertisement
2/6
বেঙ্গল সাফারি পার্ক চালু হওয়ার পর একজোড়া হাতি আনা হয়েছিল — লক্ষী ও উর্মিলা। সাফারিতে তারা টানা কয়েক বছর পর্যটকদের মন মাতিয়েছে। কিন্তু মাস দুয়েক আগে বার্ধক্যজনিত কারণে লক্ষী মারা গেলে উর্মিলা একাকী হয়ে পড়ে, খাওয়া-দাওয়ায় অনীহা দেখাতে শুরু করে। মাহুতের কথাও শুনছিল না। দীর্ঘ ক্ষণ একই জায়গায় বসে থাকা তার স্বাভাবিক আচরণ নয়। পরিস্থিতি বিচার করে পার্ক কর্তৃপক্ষ উর্মিলাকে জলদাপাড়ায় পাঠিয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোর দিনগুলোতে হাতি ছাড়া অন্যান্য সব সাফারি চালু থাকবে। তবে পর্যটকদের যাতে খুব দীর্ঘ সময় ধরে নিরাশ হতে না হয়, সেই কারণে রাজ্য ও কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে নতুন একজোড়া হাতি আনার আবেদন জানানো হয়েছে। বর্তমানে সেই বিষয়ে সবুজ সংকেত মেলেনি। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
পুজোর আগে সিংহ দেখার সুযোগ থাকার কথা থাকলেও এ'বছর তা সম্ভব হচ্ছে না। ত্রিপুরার সিপাইজলা চিড়িয়াখানা থেকে আনা একজোড়া সিংহের মধ্যে সখ্য গড়ে উঠেছিল এবং সিংহি অন্তঃসত্ত্বা হয়ে শাবকের জন্ম দিয়েছে। তাই পর্যটকরা এই মুহূর্তে সিংহ দেখতে পারবে না। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
তবে, পর্যটকদের আকর্ষণ বজায় রাখতে পার্কে অন্যান্য কিছু প্রাণী আনা হয়েছে, যা আপাতত কোয়ারেন্টাইনে রয়েছে। পুজোর আগে জনসমক্ষে আনা হবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। তালিকায় রয়েছে: একজোড়া ভারতীয় ধূসর নেকড়ে, একটি সোনালী শিয়াল, একজোড়া কালো ভাল্লুক, একজোড়া ঘড়িয়াল, সবুজ ইগুয়ানা, একজোড়া ভারতীয় বন্য কুকুর, একজোড়া ইউরেশিয়ান স্পন বিল এবং পেন্টেড স্টক। এই প্রাণীদের ঝাড়গ্রাম এবং আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, “পর্যটকদের জন্য সাফারি ও চিড়িয়াখানার অভিজ্ঞতা যতটা সম্ভব সুন্দর রাখতে আমরা যথাযথ প্রস্তুতি নিচ্ছি। তবে নিরাপত্তা ও প্রাণীর স্বাস্থ্যে সর্বোচ্চ প্রাধান্য পাবে।” ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Special: বেঙ্গল সাফারিতে পুজোর নতুন আকর্ষণ, ধূসর নেকড়ে, সোনালী শিয়াল, আর কাদের দেখা পাবেন?