Durga Puja Saree: পুজোয় সাজুন বালুচরিতে, সঙ্গে মানানসই ব্লাউজ! ব্যাস, সকলে আপনার প্রেমে পড়বে
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
যারা শাড়ি পছন্দ করেন না তাদের জন্য রয়েছে আলাদা অপশন! তাও আবার বালুচরিতে ।
advertisement
1/8

এবারের পুজোয় সেরা সেরা বালুচরি কী পাচ্ছেন সেটা দেখে নিন। প্রতিবছর বালুচরি শাড়ির চাহিদা থাকে তুঙ্গে। তবে বালুচরি শাড়ির মূল্য শুরু হয় প্রায় সাড়ে সাত হাজার টাকা থেকে। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে কি রয়েছে এই শাড়ি? অবশ্যই! দেখে নিন। (নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/8
হাজার বুটির বালুচরি, ফিগার আঁকা কিংবা ফিগার বিহীন স্বর্ণচরি, বিষ্ণুপুরী বালুচরি শিল্পীদের কাছে রয়েছে নানা শাড়ির বিরাট সম্ভার। বালুচরি, স্বর্ণচরি এবং কাতান সিল্কের শাড়ির প্রতি আকর্ষণ রয়েছে অনেকে। পুজো আসছে,পুজোর আগেই তাই কম দামে বিক্রি হচ্ছে বালুচরি এবং স্বর্নচরি শাড়ি।
advertisement
3/8
সাধারণত একটি বালুচরি শাড়ির মূল্য শুরু হয় সাড়ে সাত হাজার টাকা থেকে। ন্যূনতম মূল্য যেখানে সাড়ে সাত হাজার সেখানে মধ্যবিত্তের সাধ্যের বাইরে এই শাড়ি। তা বলে কি বালুচরি শাড়ির স্বাদ পাবে না মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত বাঙালি? সেই কারণেই এবার পুজোয় বিশেষ আকর্ষণ বালুচরি সালোয়ার কামিজ ও ওড়না। দাম অর্ধেকেরও কম।
advertisement
4/8
যারা বিষ্ণুপুরে আসেন তাঁরা বিষ্ণুপুরী বালুচরি পছন্দ করেন। তাদের মধ্যে অনেকেই রয়েছেন শাড়ি পড়তে পছন্দ করেন না। তাদের জন্য বিষ্ণুপুরী বালুচরি সালোয়ার কামিজ ও বালুচরী দোপাট্টা।
advertisement
5/8
করোনার সময় বালুচরি শিল্পীরা সমস্যার সম্মুখীন হয়েছিলেন প্রাথমিকভাবে। তারপর অনলাইন মাধ্যমে ব্যবসার গতিপ্রকৃতি পরিবর্তন করতেই লাভের মুখ দেখতে শুরু করেন তাঁরা।
advertisement
6/8
বিষ্ণুপুরী বালুচরি আবারও দাঁড়িয়েছে নিজের পায়ে। পাচ্ছে জগৎজোড়া ভালবাসা। তারই মধ্যে বিষ্ণুপুরের বালুচরি শাড়ি কিনতে বেশ ভিড় দেখা যাচ্ছে শাড়ির দোকানে।
advertisement
7/8
নতুন প্রজন্মের ক্রেতাদের মধ্যেও বালুচরি শাড়ির প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। ক্রেতা ধরে রাখতে বালুচরি শিল্পীরা নানা নতুন উদ্ভাবন করেছেন।
advertisement
8/8
বালুচরি সালোয়ার কামিজও সেই উদ্ভাবন গুলির অন্যতম। তাছাড়াও থাকছে ওড়না। খুব সহজেই ব্যবহার করা যায় এই ওড়না। সেই কারণে চাহিদা বাড়ছে বালুচরি ওড়নারও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Saree: পুজোয় সাজুন বালুচরিতে, সঙ্গে মানানসই ব্লাউজ! ব্যাস, সকলে আপনার প্রেমে পড়বে