TRENDING:

Durga Puja Interior: রং-বাহারি, রকমারি...নিত্যনতুন পর্দায় ঘরে আনুন নতুনত্বের ছোঁয়া, কোন ঘরের জন্য কেমন পর্দা বাছবেন?

Last Updated:
শুধু রঙ মিলিয়ে পর্দা কিনলেই হবে না, ডিজাইন বুঝে কিনতে হবে। কোন ঘরের জন্য কেমন ডিজাইনের পর্দা বাছবেন?
advertisement
1/5
রং-বাহারি, রকমারি...নিত্যনতুন পর্দায় ঘরে আনুন নতুনত্বের ছোঁয়া, কোন ঘরের জন্য কেমন পর্দা?
দরজায় টোকা মারছে পুজো। মাস ঘুরলেই শুরু বাঙালির সবথেকে বড় উৎসব। ঢাকের বাদ্যি বাজতে আর কয়েকটাদিন মাত্র বাকি। সারাবছর চেহাড়া যেমন-ই থাকুক না কেন, পুজোর আগে শুধু নিজেকেই নয়, বাড়িটাকেও মেকওভার দেন সবাই। নতুন লুক আসে বাড়িতে। শুধু নিজেরা নন, এইসময় ঝলমলিয়ে ওঠে বাড়িও। সুন্দর বাড়ি মানেই সুন্দর পর্দা। পুজোর আগে অনেকেই নতুন পর্দা কেনেন। দোকানে তো বটেই, অনলাইনেও হরেক কিসিমের পর্দা মেলে। কিন্তু শুধু রঙ মিলিয়ে পর্দা কিনলেই হবে না, ডিজাইন বুঝে কিনতে হবে। কোন ঘরের জন্য কেমন ডিজাইনের পর্দা বাছবেন?
advertisement
2/5
আইলেট কার্টেন--এই ধরনের পর্দাই এখন বেশি দেখা যায়। এতে পর্দার উপরের দিকে ছোট ছোট আংটা থাকে, তা গলিয়ে দিতে হয় রডের মধ্যে দিয়ে। ফলে, রড নজরে পড়ে পর্দার সঙ্গে। এবার এরকম পর্দা যদি কিনতে হয়, সঙ্গত কারণেই রড যাতে সুদৃশ্য হয়, সেটাও মাথায় রাখতে হবে। না হলে ঘরের সাজ মাটি হবে, সে পর্দা যতই বাহারি হোক না কেন! আর হ্যাঁ, রড, আংটা নিয়ে সমস্যা না থাকলে দরকারমতো বেছে নিতে হবে স্বচ্ছ, সাধারণ বা ঘর অন্ধকার করার মতো ভারী ফ্যাব্রিক।
advertisement
3/5
পকেট কার্টেন--ফ্যাব্রিক এখানে হালকাই হবে। ভাবার বিষয় এখানে ডিজাইন। পর্দায় থাকা পকেট ঘরে সুন্দর ক্যাজুয়াল লুক নিয়ে আসবে। এই পর্দার উপরে যে ফাঁকা অংশ থাকে, রড তার মধ্যে দিয়ে গলিয়ে দিতে হয়। উপরটা কুঁচকে গিয়ে সুন্দর ডিজাইন তৈরি হয় তার ফলে। ঘরে জমজমাট আমেজ আনতে চাইলে পুজোয় এই পর্দাই সেরা।
advertisement
4/5
প্লিটেড কার্টেন-- শাড়ি বা ধুতির কোঁচা যেমন করে ভাঁজ করে হয়, এই পর্দাও সেরকম ভাঁজে ভাঁজে ঝুলে থাকে। বসার ঘরের জন্য এই পর্দা আদর্শ। পুজোয় গাঢ় রঙ আর ঘন ডিজাইন দেখে কেনাই যায়। সবচেয়ে ভাল বিষয়, রডের দরকার নেই। হুকগুলো তারে আটকে দিলেই হল।
advertisement
5/5
ট্যাব কার্টেন-- এই পর্দাও সাধারণত রডে ঝোলানো হয়। উপরটা থাকে শুধু সেলাই করা, বাকিটা আঁচলের মতো নেমে আসে। ফলে, ডিজাইন মেলে ধরতে চাইলে এই পর্দা একদম ঠিকঠাক, ঘরের চেহারাই বদলে দেবে পুজোর সময়ে। বেশি আড়ম্বর না চাইলেও অসুবিধা নেই, একরঙে বা চেকেও এই পর্দা পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Interior: রং-বাহারি, রকমারি...নিত্যনতুন পর্দায় ঘরে আনুন নতুনত্বের ছোঁয়া, কোন ঘরের জন্য কেমন পর্দা বাছবেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল