TRENDING:

Durga Puja 2022| Photos: এবার পুজোয়ে ট্রেন্ড রুপোর গয়না, চলে আসুন গড়িয়াহাটের এম বণিকে

Last Updated:
গড়িয়াহাটে জামা-কাপড়ের শপিং-এর সঙ্গে কিনে ফেলুন মন পসন্দ গয়না৷
advertisement
1/6
এবার পুজোয়ে ট্রেন্ড রুপোর গয়না, চলে আসুন গড়িয়াহাটের এম বণিকে
পুজোর সাজ গয়না ছাড়া পরিপূর্ণ হয় না৷ শাড়ি-জামার সঙ্গে গয়না মাস্ট৷ আর সোনার বদলে নতুন জেনেরেশনের কাছে পছন্দের রুপোর গয়না৷
advertisement
2/6
এ বছর খুব চলছে গলার চিক বা চোকার৷ গড়িহাটের এম বণিকে রয়েছে এমন রুপোর চিকের প্রচুর কালেকশন৷
advertisement
3/6
শুধু গলার নয়, রয়েছে রকমারি কানের দুল৷ ছোট থেকে বড় ঝোলা কানের দুল, বাদ নেই কিছু৷ একেবারে খাঁটি রুপোর জিনিস পাবেন এখানে৷ তাই তো রুপোর দর করে, ওজন করে দাম ঠিক হয়৷
advertisement
4/6
রয়েছে আংটির বিশাল সম্ভার৷ যা ১ হাজার টাকা থেকে শুরু হয়ে ৫ হাজার পর্যন্ত৷ তবে এ সব গয়নার মূল্য কখনই কম হবে না৷ যেমন যেমন রুপোর দাম চড়বে, তেমনই বাড়বে গয়নার দাম৷
advertisement
5/6
হার, কানের দুল থেকে আংটি যেমন রয়েছে, তেমনই রয়েছে রকমারি চুরি৷ সরু, মোটা নানা ধরনের , নানা মাপের চুরি মিলবে এম বণিকে৷ ছোট দোকান হলেও এদের কালেকশন চোখ ধাঁধানো৷
advertisement
6/6
গয়না তো শুধু মহিলারা পরেন না, পুরুষরাও পরেন৷ আর পুরুষদের জন্যও রয়েছে হাতের ব্যান্ড এবং রিসলেট৷ অর্থাৎ পুজোর আগে গড়িয়াহাটে জামা-কাপড়ের সঙ্গে গয়নার বাজারটাও করে ফেলুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja 2022| Photos: এবার পুজোয়ে ট্রেন্ড রুপোর গয়না, চলে আসুন গড়িয়াহাটের এম বণিকে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল