Durga Puja 2025: বাঁকুড়ায় ভাইরাল কাবেরীর শাড়ি, একসঙ্গে ১৫ সেলাই!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Durga Puja 2025: পুজোয় অর্ডার নিয়ে তবেই তৈরি করছেন এই শাড়ি। বাঁকুড়ার মহিলার কামাল।
advertisement
1/6

পুজোর আগে ভাইরাল বিষ্ণুপুরী সিল্কের উপরে গুজরাটি এবং কাশ্মীর সেলাই সঙ্গে গুজরাটি আয়না! নতুন এবং উদ্ভাবনি এক শাড়ি তৈরি করলেন বাঁকুড়ার নারী। সময় লেগেছে প্রায় পাঁচ মাস। একদম কোনওরকম মেশিনের সাহায্য ছাড়া, হাতে সেলাই করে তৈরি হয়েছে এই শাড়ি। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
এছাড়াও তসরের উপরে ১৫ ধরনের ভিন্ন সেলাই ব্যবহার করে এক অনন্য ফিউশন তৈরি করেছেন বাঁকুড়ার মাস্টার ট্রেনার কাবেরী বন্দ্যোপাধ্যায়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
স্বনির্ভরতার পথে অগ্রসর মহিলাদেরকে নিয়ে কাজ করে নতুন নতুন শাড়ি সৃষ্টি করেন কাবেরী বন্দ্যোপাধ্যায়। তসরের উপরে ১৫ টি সেলাই প্রয়োগ করে শাড়ি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৭ মাস। রয়েছে ১৫ টি ভিন্ন সেলাই যেমন, কাঁথা স্টিচ, গুজরাটি সেলাই, কাশ্মীরি সেলাই ইত্যাদি। দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। নাম লামবানি শাড়ি। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
তৈরি হচ্ছে বাঁকুড়ার বেলিয়াতোড় । তৈরি করছেন কাবেরী ব্যানার্জি, সহযোগিতা করছেন স্বনির্ভরতার পথে অগ্রসর একাধিক যুবতী এবং মহিলারা। বিভিন্ন ধরনের সরকারি মেলাগুলিতে কাবেরী বন্দ্যোপাধ্যায় এই প্রোডাক্ট গুলি বিক্রি করেন। তবে চাহিদা থাকা সত্ত্বেও যোগান দেওয়া সম্ভব হচ্ছে না তার পক্ষে। শাড়ি গুলি সেলাই করার মহিলাদের সংখ্যা দিন দিন কমতে থাকছে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
যদিও মেয়েদেরকে স্বনির্ভরতার পথ দেখানোর ইচ্ছা থেকেই এমন কাজ শুরু করেন তিনি। দীর্ঘদিন ধরে নতুনত্ব শাড়ি হাতে বুনে তৈরি করে আসছেন কাবেরী বন্দ্যোপাধ্যায় এবং বেলিয়াতোড়ের একাধিক যুবতী। যেমন রিভার্স কাঁথা, লাম বাণী, কাশ্মীরী এবং গুজরাটি মিশ্রণ ইত্যাদি।
advertisement
6/6
কাবেরী বন্দ্যোপাধ্যায় জানান, যখন অর্ডার পান তখনই বিক্রি করেন এবং তৈরি করেন এমন শাড়ি। একটি শাড়ি তৈরি করতে বছরের অর্ধেক পার হয়ে যায়। ধীরে ধীরে কমছে কর্মমুখী মহিলাদের সংখ্যা। মেশিন ছাড়া হাতে বুনে কাজ করতে যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতে হয়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়