TRENDING:

Durga Puja 2025 Food: রাবড়ির সঙ্গে মিশে যাচ্ছে গাজরের হালুয়ার রোল! এই পুজোতেই হোক স্পেশ্যাল মিষ্টি মুখ!

Last Updated:
কলকাতার পরিচিত রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে বহু নামী ক্যাফে৷ যেখানে আপনি আসলে ভাল খাবার তো পাবেনই সঙ্গে পাবেন দারুণ পরিবেশ৷
advertisement
1/6
রাবড়ির সঙ্গে মিশে যাচ্ছে গাজরের হালুয়ার রোল! এই পুজোতেই হোক স্পেশ্যাল মিষ্টি মুখ!
দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু৷ ঝলমলে আকাশ-বাতাস মনে করিয়ে দিচ্ছে পুজোর আর বেশি দিন বাকি নেই৷ ২১ সেপ্টেম্বর মহালয়া দিয়ে শুরু হয়ে যাবে পুজোর হুল্লোর৷
advertisement
2/6
পুজোর ক’টা দিন একটু অন্যভাবে কাটানোর ইচ্ছা কার না থাকে! একঘেয়ে জীবন থেকে মুক্তি পুজোর ৫ দিন৷ নতুন জামা, নতুন রকমের সাজের সঙ্গে অবশ্যই মানাসই খাবার মাস্ট! যাবে পেট ভরার থেকেও বেশি মন ভরবে!
advertisement
3/6
কলকাতার পরিচিত রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে বহু নামী ক্যাফে৷ যেখানে আপনি আসলে ভাল খাবার তো পাবেনই সঙ্গে পাবেন দারুণ পরিবেশ৷ এমনই এক ক্যাফে-পাব হল ট্র্যাফিক গ্যাস্ট্রোপাব৷ পুজোর স্পেশ্যাল মেন্যু নিয়ে হাজির তারা৷ পুজোর দিনগুলোর দিনের সঙ্গে মানিয়ে রয়েছে প্রতিটি পদের নাম৷
advertisement
4/6
যেমন সপ্তমী সাওর, অষ্টমী হাইবল, শুভ সিপ, বরণ দোলা৷ এতো গেল পানীয়র ম্যেনু৷
advertisement
5/6
এর সঙ্গে থাকছে মোচার মাঞ্চুরিয়ান, কাফির লাইম চিলি ভেটকি, রাজবাড়ির চিকেন টিক্কা, চিংড়ির মালাইকারি পপ!
advertisement
6/6
মিষ্টিতে থাকছে ট্যুইস্ট৷ গাজরের হালওয়া তো খেয়েছেন এবার খান গাজরের হালওয়া রোল সঙ্গে ম্যাঙ্গো রাবড়ি৷ দাম কত? দু’জনের জন্য ১৫০০ টাকা, সঙ্গে ট্যাক্স৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja 2025 Food: রাবড়ির সঙ্গে মিশে যাচ্ছে গাজরের হালুয়ার রোল! এই পুজোতেই হোক স্পেশ্যাল মিষ্টি মুখ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল