TRENDING:

Pujo Bhog @Rs 1: মাত্র ১ টাকায় বাড়ি বসে খেতে পাবেন দুর্গাপুজোর ভোগ! অনলাইন বুকিং শুরু মহালয়া থেকে

Last Updated:
দুর্গোৎসবের রঙে এবার মিশে গেল প্রযুক্তির ছোঁয়া। ভোগ আর কেবল মণ্ডপে সীমাবদ্ধ নয়, অনলাইনেই বুক করে ঘরে বসে মিলবে পুজোর প্রসাদ—মাত্র এক টাকায়
advertisement
1/7
মাত্র ১ টাকায় বাড়ি বসে খেতে পাবেন দুর্গাপুজোর ভোগ! অনলাইন বুকিং শুরু মহালয়া থেকে
দুর্গাপুজোর আমেজ যখন চারদিকে ছড়িয়ে পড়ছে, তখনই শহরের অন্যতম বিগ বাজেট পুজো জাতীয় শক্তি সংঘ পাঠাগার হাজির করেছে এক অভিনব উদ্যোগ। এবারে মণ্ডপে না গিয়েও নবমীর ভোগের প্রসাদ পৌঁছে যাবে ঘরে—মাত্র এক টাকার বিনিময়ে। (শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য )
advertisement
2/7
এ বছর পুজোর ৪৩ তম বর্ষে জাতীয় শক্তি সংঘ পাঠাগারের থিম ‘বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির’, যার মাধ্যমে তুলে ধরা হচ্ছে শক্তি ও প্রেমের সহাবস্থান। থিমের জাঁকজমকের পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ক্লাবের সামাজিক দায়বদ্ধতার এই বিশেষ উদ্যোগ।
advertisement
3/7
ক্লাব উদ্যোক্তা সুশান্ত সরকার বলেন, “অনেক বয়স্ক মানুষ কিংবা অসুস্থরা মণ্ডপে এসে প্রসাদ গ্রহণ করতে পারেন না। তাঁদের জন্যই এই ব্যবস্থা। যাতে নবমীর আনন্দ ঘরে ঘরে ভাগ করে নেওয়া যায়।”
advertisement
4/7
অপরদিকে ক্লাব সম্পাদক সুরজিৎ ঘোষ জানান, বুকিং করতে হবে বিশেষ একটি অনলাইন প্ল্যাটফর্মে। “জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার” সার্চ করলেই বুকিংয়ের অপশন পাওয়া যাবে। 
advertisement
5/7
প্রি-বুকিং শুরু হবে মহালয়া থেকে এবং চলবে ষষ্ঠী পর্যন্ত। তারপর নবমীর দিন বুক করা প্রতিটি ঠিকানায় পৌঁছে যাবে ভোগের প্রসাদ।
advertisement
6/7
ইতিমধ্যেই এই উদ্যোগ ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষও বলছেন, “এমন চিন্তা-ভাবনা সত্যিই অভিনব, কারণ দুর্গাপুজোর ভোগ মানেই আবেগ।”
advertisement
7/7
শিলিগুড়ির দুর্গোৎসবের রঙে এবার মিশে গেল প্রযুক্তির ছোঁয়া। ভোগ আর কেবল মণ্ডপে সীমাবদ্ধ নয়, অনলাইনেই বুক করে ঘরে বসে মিলবে পুজোর প্রসাদ—মাত্র এক টাকায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pujo Bhog @Rs 1: মাত্র ১ টাকায় বাড়ি বসে খেতে পাবেন দুর্গাপুজোর ভোগ! অনলাইন বুকিং শুরু মহালয়া থেকে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল