Durga Puja Travel 2021|| পুজোর সময় পাহাড়ে যেতে চান? রইল নতুন ৫ Hill Station-র হদিশ...
- Published by:Shubhagata Dey
Last Updated:
5 HILL STATIONS IN INDIA: পুজোর সময় পাহাড়ে যাওয়ার কথা থাকলে এবার হিমালয়ের কোল ছেড়ে বেরিয়ে এসে ভারতের অন্যান্য পাহাড়গুলো ঘুরে দেখতে পারেন। রইল হদিশ।
advertisement
1/6

*বেড়াতে কে না ভালোবাসে? কেউ ভালোবাসে পাহাড়, আবার কারও মন পড়ে থাকে সমুদ্রের তীরে। কারও আবার দু'টোই ভালো লাগে। কিন্তু হিসেব করলে দেখা যায় পাহাড়ের সৌন্দর্য টেক্কা দিয়ে বেরিয়ে গিয়েছে সমুদ্রকে। আর পাহাড়ে বেড়ানোর কথা ভাবলেই প্রথমে মনে আসে হিমালয়ের কথা। গাড়োয়াল, কুমায়ুন যে দিকেই হোক না কেন, হিমালয়ের সৌন্দর্য অপার। পুজোর সময় পাহাড়ে যাওয়ার কথা থাকলে এবার হিমালয়ের কোল ছেড়ে বেরিয়ে এসে ভারতের অন্যান্য পাহাড়গুলো ঘুরে দেখা যায় কিন্তু! সংগৃহীত ছবি।
advertisement
2/6
*চিকমাগালুর, কর্নাটক: দিগন্ত বিস্তৃত উপত্যকা আর পাহাড় দিয়ে সাজানো চিকমাগালুরকে বলে কর্নাটকের কফি জেলা। এটি বাবাবুদান পাহাড়ে অবস্থিত। ট্রেকিং, সেরা কফিতে চুমুক চিকমাগালুরের ট্রিপ স্মরণীয় করে রাখবে। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*মহাবালেশ্বর, মহারাষ্ট্র: রাজকীয় পর্বত চূড়া এবং অপূর্ব উপত্যকা দিয়ে সাজানো এই জায়গা। কয়েকদিন শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্য এই হিল স্টেশন আদর্শ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছাড়াও এখানে আরও অনেক কিছু করার আছে। এছাড়া কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস করার সুবিধাও আছে এখানে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*মাউন্ট আবু, রাজস্থান: রাজস্থানের ধুলো শুকনো প্রকৃতির মাঝে মাউন্ট আবু একটি সুন্দর মরুদ্যান । মাউন্ট আবু এই রাজ্যের একমাত্র হিল স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ ফুট উঁচুতে অবস্থিত, এই মনোরম গন্তব্যটি সবুজ বনভূমি দ্বারা বেষ্টিত এবং এখানে আছে প্রাচীন নক্কি হ্রদ। রাজস্থানের শুষ্ক আবহাওয়ার মধ্যে স্নিগ্ধতা এনে দেবে এই সুন্দর হিল স্টেশন। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*পাঁচমারি, মধ্যপ্রদেশ: সাতপুরা কি রানি নামে পরিচিত পাঁচমারি একটি পাহাড়ি এলাকা যা সাতপুরা রেঞ্জের মধ্যে পড়ে। মোটো প্যারাসেইলিং, জিপ-লাইনিং, জলপ্রপাত ট্রেকিং, জিপ সাফারি এবং আরও অনেক অ্যাডভেঞ্চার এখানে হয়। তাই যাঁদের এগুলো ভালো লাগে তাঁরা এখানে আসতে পারেন। অপ্সরা বিহার জলপ্রপাত, পাণ্ডব গুহা এবং সাতপুরা জাতীয় উদ্যান এখানে অবশ্য দর্শনীয় স্থান। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*ওয়েনাড়, কেরল: ওয়েনাড় একটি সুন্দর পাহাড়ি স্টেশন যেখানে ছুটির দিনগুলি ঝর্না, ঘন রেইনফরেস্ট এবং মশলা বাগানের মধ্যে দিয়ে সুন্দরভাবে কাটানো যায়। সময় কাটাতে রিভার র্যাফটিং, বোটিং করার সুবিধেও আছে। তবে সব চেয়ে বেশি ভালো লাগবে এখানকার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে এবং রহস্যময় গুহাগুলো দেখে সময় কাটিয়ে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Travel 2021|| পুজোর সময় পাহাড়ে যেতে চান? রইল নতুন ৫ Hill Station-র হদিশ...