TRENDING:

Jagaddhatri Puja in Dumdum:পালকিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় আসেন কুমারীপূজার কন্যে, দমদমের বড় মায়ের কাছে অগণিত ভক্ত সমাগম

Last Updated:
Jagaddhatri Puja in Dumdum: দমদমের এই জগদ্ধাত্রী বড়মাকে পূজোর প্রসাদ হিসেবে দেওয়া হয় চিপস ও চকলেট! জানুন ইতিহাস
advertisement
1/6
পালকিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় আসেন কুমারীপূজার কন্যে, দমদমের বড় মা’র কাছে অজস্র ভক্ত সমাগম
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দমদমের এই জগদ্ধাত্রী বড়মা কে পূজোর প্রসাদ হিসেবে দেওয়া হয় চিপস ও চকলেট! ৭৮ বছর ধরে এই প্রথাই চলে আসছে এখানে। শুনতে কিছুটা অবাক মনে হলেও এই নিয়মই চলে আসছে এখানে
advertisement
2/6
জানা যায়, দমদমের এই বড়মারটানা চোখ, দেবী শ্বেত শুভ্র বেশ ডাকের সাজ, প্রতিবছরই এমন রূপেই মাকে দেখে আসছেন তারা। কুমারী পূজোর আয়োজনও করা হয় বড়মার এই পুজোয়
advertisement
3/6
যেখানে কুমারী কে বাড়ি থেকে বড়মার মন্ডপে নিয়ে আসা হয় পালকি করে। একেবারে কনের বেশে, সঙ্গে বাঁজতে শোনা যায় ঢাক, সানাই, ব্যান্ড পার্টি সহ শোভাযাত্রা। শুধু তাই নয় যে রাস্তা দিয়ে তাকে নিয়ে আসা হয়, সেই রাস্তাও ঝাড় দিয়ে পরিস্কার করা হয়। পালকি থেকে কোলে করে কুমারী কে নিয়ে এসে মন্ডপে বসিয়ে করা হয় পুজো
advertisement
4/6
টানা পাঁচ দিন ধরেই চলে এই পুজো। দমদম ইউথ কর্নারের বড়মার ভোগ নিবেদনে থাকে চকলেট ও বাহারি চিপস বলেও জানা গিয়েছে
advertisement
5/6
মন্ডপটি করা হয়েছে শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের মত করে। প্রান্তিক এলাকার শিল্পীদের আর্থিক সহায়তার জন্যই এমন ভাবনা বলেও জানা যায়। তবে এই জাগ্রত বড়মার ইতিহাস এখানেও ভক্তদের টেনে এনেছে বারংবার। এখানেও মন থেকে মা-র কাছে কিছু চাওয়া হলে, মা জগদ্ধাত্রী ফেরায় না খালি হাতে বলেই বিশ্বাস
advertisement
6/6
অসুস্থ রোগীও সুস্থ হয়ে উঠেছে মায়ের আশীর্বাদে বলেও মনে করেন ভক্তরা। তাই দমদমের এই বড়মা জগদ্ধাত্রী এখন এলাকার মানুষদের কাছে হয়ে উঠেছেন আরাধ্যা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jagaddhatri Puja in Dumdum:পালকিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় আসেন কুমারীপূজার কন্যে, দমদমের বড় মায়ের কাছে অগণিত ভক্ত সমাগম
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল