TRENDING:

Dry Cough Problem: কাশতে কাশতে গলা চিরে যাচ্ছে? বুকে বসা জেদি শ্লেষ্মা বের করবে এই পাতার রস! অব্যর্থ ওষুধ

Last Updated:
Dry Cough Problem: এই পাতায় ভ্যাসিসিন নামের একটি প্রাকৃতিক উপাদান রয়েছে। যাঁদের ব্রঙ্কাইটিসের সমস্যা থাকে তাঁরাও যদি নিয়ম করে পাতার রস খান তাহলে উপকার পাবেন।
advertisement
1/8
কাশতে কাশতে গলা চিরে যাচ্ছে? বুকে বসা জেদি শ্লেষ্মা টেনে বের করবে এই পাতার রস!
মরসুমের পরিবর্তন হোক বা ভাইরাল জ্বর। করোনা পরবর্তী যুগে সর্দি-কাশি-ঠান্ডা লাগা ঘরে ঘরে লেগেই রয়েছে। সঙ্গে দাপট রয়েছে শ্বাসকষ্ট, হাঁপানির। বাতাসে হিমেল হাওয়া বইলেই অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়। বুকে কফ বসে যায়। মুঠো মুঠো ওষুধ, ইনহেলার, গরম জল, কফ সিরাপ ছাড়া গতি নেই যাঁদের, তাঁদের জন্য জাদু করতে পারে বাসক পাতার রস। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
চিকিৎসক সুপর্ণা হালদারের মতে, সর্দি কাশির সমস্যায় সেই আদ্যিকাল থেকে ব্যবহার করা হচ্ছে বাসক পাতার রস। এখনও আর্য়ুবেদেও ব্যবহার করা হয় এই পাতার। বাসক পাতা স্বাদে তেতো। বাসক পাতার একাধিক ওষুধি গুণও রয়েছে। বাসক পাতা হল এমন একটি ভেষজ উদ্ভিদ যার শুধুমাত্র পাতাই নয়, মূল, ফুল, এবং আরও নানা অংশ ওষুধ তৈরির কাজে লাগে।
advertisement
3/8
বহুদিন ধরে যদি কফ, সর্দির সমস্যা হয়ে থাকে তাহলে তা সারাতেও কাজে লাগে বাসক পাতা। বাসক পাতায় ভ্যাসিসিন নামের একটি প্রাকৃতিক উপাদান রয়েছে। এমনকী যাঁদের ব্রঙ্কাইটিসের সমস্যা থাকে তারাও যদি নিয়ম করে বাসক পাতা খান তাহলে উপকার পাবেন।
advertisement
4/8
সর্দি-কাশির সমস্যা রুখে দিতে খুবই ভাল কাজ করে বাসক পাতা। যাঁদের ঠাণ্ডা লাগার ধাত রয়েছে তাঁরা রোজ সকালে ৪ টে বাসক পাতা ভাল করে ধুয়ে নিয়ে বেটে সেই পাতার রস করে খেতে পারেন।
advertisement
5/8
এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন সামান্য মধু ও তুলসি পাতা। রোজ সকালে খালি পেটে খেলে কফ-সর্দির সমস্যা অনেকটাই দূর হবে।
advertisement
6/8
লকডাউন পরবর্তী সময়ে বেড়েছে টিবির সমস্যা। প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন টিবিতে। এক্ষেত্রেও কাজে দেয় বাসক পাতা। বাসক পাতার মধ্যে রয়েছে অ্যানি্টি-মাইক্রোবিয়াল বেশ কিছু উপাদান। যা ব্রঙ্কাইটিস, হুপিং কাশির সমস্যা দূর করে।
advertisement
7/8
বাতের ব্যথা রুখে দিতেও কাজে আসে বাসক পাতা। বাসক পাতার মধ্যে রয়েছে আরট্রাইটিস, যা গেঁটো বাত সহজে নিরাময় করতে সাহায্য করে। বাসক পাতা বেটে তার সঙ্গে হলুদ, চুন মিশিয়ে লাগাতে পারলেও এই ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
advertisement
8/8
অনেকেরই মুখে ব্রণর সমস্যা হয়। এই সমস্যার প্রধান কারণ হল পেট পরিষ্কার না হওয়া। বাসক পাতা নিয়মিত খাওয়া হলে রক্ত পরিষ্কার থাকে। শুধু তাই নয়, রক্তচাপ নিয়ন্ত্রন করতে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dry Cough Problem: কাশতে কাশতে গলা চিরে যাচ্ছে? বুকে বসা জেদি শ্লেষ্মা বের করবে এই পাতার রস! অব্যর্থ ওষুধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল