Drive Away Lizards and Cockroaches:ঘর-মোছার জলে মিশিয়ে নিন নুন, লেবুর মতো ঘরোয়া কয়েকটা উপাদান, আরশোলা-টিকটিকি সেই যে বাড়ি ছেড়ে পালাবে, আর ফিরবে না
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ঘর মোছার জলে সাধারণ কিছু উপাদান মিশিয়ে নিলেই সায়েস্তা টিকটিকি, আরশোলা, আর এই সমস্ত উপদানা কিন্তু মজুত থাকে আপনার রান্নাঘরেই।
advertisement
1/7

বাড়িতে টিকটিকি আর আরশোলার দৌরাত্ম্য? বাঁচতে অনেকেই বাজারচলতি নানা স্প্রে, কয়েল ব্যবহার করেন। কিন্তু মাথায় রাখবেন, এই সমস্ত কীটনাশকের নানা পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়। ঘর মোছার জলে সাধারণ কিছু উপাদান মিশিয়ে নিলেই সায়েস্তা টিকটিকি, আরশোলা, আর এই সমস্ত উপদান কিন্তু মজুত থাকে আপনার রান্নাঘরেই। জেনে নিন কোন ঘরোয়া উপাদান টিকটিক, আরশোলার যম?
advertisement
2/7
ফিটকিরি ও লবঙ্গর তেল-- ৫-৬ টা ফিটকিরি গুঁড়ো করে জলে মিশিয়ে নিন। এর মধ্যে মেশান কয়েক ফোঁটা লনঙ্গর তেল। এই মিশ্রণ ঘর মোছার জলে মিশিয়ে নিন। ফিটকিরি ও লবঙ্গর গন্ধ আরশোলা ও টিকটিকি দূরে রাখে। ঘরের কোণায় লবঙ্গর গুঁড়ো রাখলেও পোকামকাড় বাড়ির চৌহদ্দিতে ঘেঁষবে না।
advertisement
3/7
পেঁয়াজ ও রসুন: পেঁয়াজ ও রসুনের রস জলে মিশিয়ে গোটা বাড়িতে স্প্রে করুন কিংবা ঘর মোছার জলে মিশিয়ে নিন। পেঁয়াজ ও রসুনের ঝাঁঝালো গন্ধ টিকটিকি, আরশোলা সহ্য করতে পারে না। অন্যদিকে, বাড়ির কোণায় রসুন ও পেঁয়াজের টুকরো রাখলেও পোকামাকড় দূর হয়।
advertisement
4/7
ভিনিগার ও বেকিং সোডা-- ঘর মোছার জলে মিশিয়ে নিন ভিনিগার ও বেকিং সোডা। দুইয়ের গন্ধ সহ্য করতে পারে না আরশোলা ও টিকটিকি।
advertisement
5/7
নুন ও লেবুর রস-- ৪-৫ টেবিল চামচ নুনের সঙ্গে ২ টি পাতিলেবুর রস মিশিয়ে ঘর মোছার জলে মিশিয়ে নিন। এতে টেবিল-চেয়ার বা খাটের কোণায় লুকিয়ে থাকা আরশোলাও ঘর ছেড়ে বেরিয়ে আসবে।
advertisement
6/7
তেজ পাতা-- আরশোলা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। ঘরের তাক, আলমারির ভিতর কয়েকটা শুকনো তেজপাতা গুঁড়ো করে রেখে দিন। আরশোলা আপনার বাড়ি সেই যে ছাড়বে আর ফিরে আসবে না।
advertisement
7/7
তামাক আর কফি-- তামাক আর কফি মিশিয়ে ছোট ছোট বল গড়ে জানলা দরজার কাছে রাখুন। এই বলগুলো টিকটিকির জন্য বিষাক্ত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Drive Away Lizards and Cockroaches:ঘর-মোছার জলে মিশিয়ে নিন নুন, লেবুর মতো ঘরোয়া কয়েকটা উপাদান, আরশোলা-টিকটিকি সেই যে বাড়ি ছেড়ে পালাবে, আর ফিরবে না