TRENDING:

Drinking water from Cold Drink Bottle: কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর, সেই খালি বোতলগুলিতেই রোজ জল খাচ্ছেন? কতটা বিপদ হতে পারে কল্পনাও করতে পারবেন না! ডেকে আনছেন মৃত্যু... জানুন!

Last Updated:
Drinking water from Cold Drink Bottle: বাড়িতে অনুষ্ঠান থাকলে দু-একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আনা হয়। আর সেগুলি ফাঁকা হয়ে গেলে জলের বোতল হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এর জেরে রোগের ঝুঁকিও বাড়ে। কোল্ড ড্রিঙ্কসের বোতল বেশিরভাগ সময়েই প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এই প্লাস্টিকই আসল বিপদ ঘটায়।
advertisement
1/6
কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর, সেই খালি বোতলগুলিতেই রোজ জল খাচ্ছেন? ডেকে আনছেন মৃত্যু... জানুন!
জলের বোতল হিসেবে বিভিন্ন ধরনের বোতল ব্যবহার করার চল রয়েছে অনেক বাড়িতেই। কোল্ড ড্রিঙ্কসের বোতলও সেই কাজে লাগে।
advertisement
2/6
বাড়িতে অনুষ্ঠান থাকলে দু-একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আনা হয়। আর সেগুলি ফাঁকা হয়ে গেলে জলের বোতল হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এর জেরে রোগের ঝুঁকিও বাড়ে। কোল্ড ড্রিঙ্কসের বোতল বেশিরভাগ সময়েই প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এই প্লাস্টিকই আসল বিপদ ঘটায়।
advertisement
3/6
বারবার ব‍্যবহারের জন‍্য কোনওভাবেই এই বোতলগুলি তৈরি নয়। কোল্ড ড্রিঙ্কের বোতল একবার ব‍্যবহারের জন‍্য তৈরি করা হয়। তাই একে বারবার ব‍্যবহার করাটা স্বাস্থ‍্য ঝুঁকি যে বাড়ায় তা বলাই বাহুল‍্য।
advertisement
4/6
বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কের বোতল প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যেটা সাধারণত PET (Polyethylene Teraphthalate)। বারবার ব‍্যবহারে বা তাপে, এর থেকে BPA বা অন‍্যান‍্য ক্ষতিকর রাসায়নিক জলে মিশে যেতে পারে।
advertisement
5/6
কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপের সমস্যা, অম্বল, গ্যাস, খাবার ঠিকমতো হজম না হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও, অজান্তে এই মাইক্রোপ্লাস্টিক কিডনিরও ক্ষতি হয় না। কারণ কিডনি এগুলি ফিল্টার করে বার করে দিতে অক্ষম।
advertisement
6/6
অন্যদিকে ইনসুলিনের ক্ষমতা কমিয়ে দেয় এটি। যা সুগারের রোগ ডেকে আনে অকালে। তাই সুস্থ থাকতে কোল্ড ড্রিঙ্কসের বোতলে জল না খাওয়াই ভাল। এর বদলে মোটা প্লাস্টিক বা ধাতব বা কাঁচের বোতল বেছে নেওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Drinking water from Cold Drink Bottle: কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর, সেই খালি বোতলগুলিতেই রোজ জল খাচ্ছেন? কতটা বিপদ হতে পারে কল্পনাও করতে পারবেন না! ডেকে আনছেন মৃত্যু... জানুন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল