থিন না ডটেড, কোন কন্ডোমে মেয়েরা পায় চরম সুখ! বিশেষজ্ঞদের মত শুনলে মাথা ঘুরে যাবে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
সুখ তো মনের উপরেও নির্ভর করে
advertisement
1/5

বাজার চলতি নানা বিজ্ঞাপন ও পসরার বাহার যৌন জীবনকে আরও রোমাঞ্চে ভরিয়ে তোলার উপাদান হাতের সামনে এনেছে৷ কিন্তু সেই জিনিসগুলি ব্যবহারের সঠিক নিয়ম জানা না থাকলে অনেক সময়েই পড়তে হয় সমস্যায়৷ তেমনই, যত প্রকার কন্ডোম হয়, তার মধ্যে কোনগুলিতে সুখ মেলে সবেচেয়ে বেশি, তা একটি চিন্তার বিষয়৷
advertisement
2/5
ডটেড কন্ডোম নিয়ে বিশেষজ্ঞদের মত এতে যৌনতার সময় তৃপ্তির রাস্তা আরও একটু পরিস্কার হয়৷ নারী, পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটি তৃপ্তি দিতে সাহায্য করে৷ তবে এটি থিন বা আল্ট্রা থিনের মতো নয়৷
advertisement
3/5
রিবড কন্ডোম এক নতুন ধরনের অভিজ্ঞতা পৌঁছে দিতে পারবে আপনাকে ও আপনার সঙ্গীকে৷ এটি ডটেড কন্ডোমের মতো নয়৷ এটির সাহায্য যৌনতায় মহিলারা চূড়ান্ত মুহূর্তে দ্রুত পৌঁছে যেতে পারেন৷
advertisement
4/5
থিন অথবা আল্ট্রা থিন কন্ডোম জনপ্রিয় কন্ডোমগুলির মধ্যে একটি৷ অনেক ক্ষেত্রেই এটিকে পছন্দের তালিকার শীর্ষে রাখেন অনেকে৷ রিবড বা ডটেড কন্ডোম মহিলাদের সুখের জন্য তৈরি হয়, কিন্তু এটি পুরুষদেরও সমান ভাবে ভাল অভিজ্ঞতা পৌঁছে দেয়৷
advertisement
5/5
তবে এর মধ্যে কোনটি আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে, সেটির জন্য আপনাকে কথা বলতে হবে আপনার সঙ্গীর সঙ্গে৷ তিনি যেটি পছন্দ করবেন, বা আপনারা দু’জনে কথা বলে যেটি নির্বাচন করবেন, সেটিই ব্যবহার করা কাজের৷ কারণ সুখ তো মনের উপরেও নির্ভর করে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
থিন না ডটেড, কোন কন্ডোমে মেয়েরা পায় চরম সুখ! বিশেষজ্ঞদের মত শুনলে মাথা ঘুরে যাবে