সূর্যগ্রহণের সময় কী খাবেন ? কী বিধিনিষেধ মেনে চলবেন ? জানুন চিকিৎসকের মত--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রাত পোহালেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কয়েকটি জায়গা থেকেই দেখা মিলবে ‘রিং অফ ফায়ার’ -এর ।
advertisement
1/5

রাত পোহালেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কয়েকটি জায়গা থেকে দেখা মিলবে ‘রিং অফ ফায়ার’ -এর । চাঁদের ছায়া সূর্যকে প্রায় পুরো ঢেকে দেবে ফলে সূর্যের মাঝের অংশ ঢেকে গিয়ে আংটির মত আকার নেবে। সূর্যের সর্বোচ্চ ৯৯.৪% ঢেকে দেবে চাঁদের ছায়া। সূর্যগ্রহণের সময় কী খাবেন ? কী খাবেন না ? কী কী বিধিনিষেধ মেনে চলবেন ? Representative image
advertisement
2/5
সূর্যগ্রহণে শরীরের উপর কোনও প্রভাব পড়ে? বিজ্ঞানী এবং চিকিৎসকরা বলছেন, এ ধরনের গ্রহণের সময় হাই এনার্জি ভাইব্রেশন তৈরি হয়। Representative image
advertisement
3/5
সূর্যগ্রহণের সময় খাবার না খাওয়ার রীতি আছে, বিজ্ঞানী, যুক্তিবাদীরা বরাবরই এই রীতির বিরোধিতা করেছেন। গ্রহণের সময় সহজপাচ্য খাবার ও ফলের রস খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডায়েটিশিয়ানদের একাংশ। Representative image
advertisement
4/5
চিকিৎসকরা বারবার সাবধান করছেন, খালি চোখে সূর্যগ্রহণ দেখবেন না। রেটিনার ক্ষতি হতে পারে। সাধারণ রোদচশমা পরেও সূর্যের দিকে তাকাবেন না। জলে সূর্যের প্রতিবিম্ব দেখলেও চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে । Representative image
advertisement
5/5
সূর্যগ্রহণ দেখতে ব্যবহার করুন বিশেষ গগলস্। ওয়েল্ডারদের ফিল্টারে সূর্যগ্রহণ দেখা যেতে পারে। গগলস না থাকলে পিনহোল ইমেজিং টেকনিক ব্যবহার করুন। Representative image